ভারতেহাংরি আন্দোলন এর বিরুদ্ধে মকদ্দমা দায়ের; ফলশ্রতিতে এগারোজনের বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানা জারি এবং হারাধন ধাড়া, মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী, প্রদীপ চৌধুরী, শৈলেশ্বর ঘোষ ও সুভাষ ঘোষ গ্রপতার। তবে শেষাবধি মলয় রায়চৌধুরীরপ্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটির বিরুদ্ধে মামলা চলে ।