১৯৫৫–৫৬ ইউরোপীয় কাপ

১৯৫৫–৫৬ ইউরোপীয় কাপ
ফ্রান্সের প্যারিসের পার্ক দে প্রাঁসে এই আসরের ফাইনাল অনুস্থিত হয়েছে
বিবরণ
তারিখ৪ সেপ্টেম্বর ১৯৫৫ – ১৩ জুন ১৯৫৬
দল১৬ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নস্পেন রিয়াল মাদ্রিদ (১ম শিরোপা)
রানার-আপফ্রান্স রেঁস
পরিসংখ্যান
ম্যাচ২৯
গোল সংখ্যা১২৭ (ম্যাচ প্রতি ৪.৩৮টি)
দর্শক সংখ্যা৯,০০,০২১ (ম্যাচ প্রতি ৩১,০৩৫ জন)
শীর্ষ গোলদাতাযুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র মিলোশ মিলুতিনোভিচ (৮টি গোল)

১৯৫৫–৫৬ ইউরোপীয় কাপ ইউরোপীয় কাপের প্রথম আসর ছিল, এটি উয়েফার প্রধান ক্লাব ফুটবল প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতাটি ১৯৫৫ সালের ৪ঠা সেপ্টেম্বর হতে ১৯৫৬ সালের ১৩ই জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ১৯৫৬ সালের ১৩ই জুন তারিখে ফ্রান্সের প্যারিসের পার্ক দে প্রাঁসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ৪–৩ গোলের ব্যবধানে ফ্রান্সের ক্লাব রেঁসকে হারিয়েছে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করে।

ফরাসি ফুটবল ম্যাগাজিন ল'একিপে ইউরোপের প্রতিনিধি এবং মর্যাদাপূর্ণ ক্লাবের ভিত্তিতে ইউরোপীয় কাপের প্রথম পাঁচটি আসরে অংশ নেওয়া ক্লাব নির্ধারণ করেছিল।[] মূলত নির্বাচিত দলগুলোর মধ্যে থেকে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের চেলসিকে অংশগ্রহণ থেকে বিরত রেখেছিল, যারা এই প্রতিযোগিতাকে ঘরোয়া ফুটবলের জন্য বিভ্রান্তি ভেবেছিল; একই কারণে তারা স্কটিশ চ্যাম্পিয়ন আবেরডিনকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হতে সম্মতি প্রদান করেনি। চেলসির স্থলে পোল্যান্ডের গোভার্দিয়া ওয়ারশ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এছাড়াও, হল্যান্ড স্পোর্ট, বুদাপেস্ট হনভেদ এবং বি কে কোপেনহেগেন যথাক্রমে নেদারল্যান্ডস, হাঙ্গেরি এবং ডেনমার্কের প্রতিনিধিত্ব হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেছিল; তাদের স্থলে যথাক্রমে পিএসভি আইন্দোভেন, ভরোস লবোগো এবং এজিএফ আরহুস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ১৯৫৭ সালে পশ্চিম জার্মানিতে একীভূত করার পর, জারলান্ডের এক প্রতিনিধি সমন্বিত এটি উয়েফার একমাত্র প্রতিযোগিতা ছিল।

প্রথম রাউন্ডের প্রতিপক্ষ আয়োজকদের দ্বারা নির্ধারণ করা হয়েছিল, যা ভবিষ্যতের সকল ইউরোপীয় কাপ ম্যাচের ক্ষেত্রে যেমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তেমন ছিল না।

বন্ধনী

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
                      
 
 
 
 
সুইজারল্যান্ড সারভেত
 
 
 
স্পেন রিয়াল মাদ্রিদ
 
স্পেন রিয়াল মাদ্রিদ
 
 
 
যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিজান
 
পর্তুগাল স্পোর্টিং সিপি
 
 
 
যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিজান
 
স্পেন রিয়াল মাদ্রিদ
 
 
 
ইতালি এসি মিলান
 
অস্ট্রিয়া র‌্যাপিড ভিয়েনা
 
 
 
নেদারল্যান্ডস পিএসভি
 
অস্ট্রিয়া র‌্যাপিড ভিয়েনা
 
 
 
ইতালি এসি মিলান
 
ইতালি এসি মিলান
 
 
 
সার (অভিভাবকত্ব) জারব্রুকেন
 
স্পেন রিয়াল মাদ্রিদ
 
 
 
ফ্রান্স রেঁস
 
ফ্রান্স রেঁস
 
 
 
ডেনমার্ক এজিএফ আরহাস
 
ফ্রান্স রেঁস
 
 
 
হাঙ্গেরি ভরোস লোবোগো
 
হাঙ্গেরি ভরোস লোবোগো১০
 
 
 
বেলজিয়াম আন্ডারলেখট
 
ফ্রান্স রেঁস
 
 
 
স্কটল্যান্ড হাইবার্নিয়ান
 
সুইডেন দিউরগার্ডেনস
 
 
 
পোল্যান্ড গোয়ার্দিয়া ওয়ারসোয়া
 
সুইডেন দিউরগার্ডেনস
 
 
 
স্কটল্যান্ড হাইবার্নিয়ান
 
পশ্চিম জার্মানি রৎ-ওয়েস এসেন
 
 
স্কটল্যান্ড হাইবার্নিয়ান
 

ফাইনাল

রিয়াল মাদ্রিদ
রেঁস

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:১৯৫৫–৫৬-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!