১ম সোভিয়েত অ্যান্টার্কটিক অভিযান

প্রথম সোভিয়েত অ্যান্টার্কটিক অভিযানের নেতৃত্বে ছিলেন মিখাইল সমোভ; তার বৈজ্ঞানিক ডেপুটি ছিলেন ভি জি কর্ট। অভিযানটি ৩০ নভেম্বর ১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত স্থায়ী ছিল এবং এতে ১২৭ জন অভিযাত্রী সদস্য ও ৭৫ জন ক্রু সদস্য জড়িত ছিলেন।[][]

অভিযানের প্রধান কাজ ছিল মূল ঘাঁটি মির্নিকে সংগঠিত করা এবং সীমিত বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করা। অন্যান্য কাজগুলো ছিল অভ্যন্তরীণ ঘাঁটি ভস্টক এবং সোভেটস্কায়ার জন্য জায়গা পরিদর্শন; এবং ভারত মহাসাগরের সমুদ্রতত্ত্ব।

তথ্যসূত্র

  1. "History of organization of the first Soviet/Russian Antarctic expedition 1955 – 1957/ its international importance in the Antarctic studies, VII International Congress"web.archive.org। ২০০৫-১১-০২। Archived from the original on ২০০৫-১১-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১ 
  2. "1st Soviet Antarctic Expedition"Academic Dictionaries and Encyclopedias (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১ 
টীকা
  • A V Nudel Man Soviet Antarctic Expeditions 1955-1959, Izdatel'stvo Akademii Nauk SSSR, Moskva, 1959 (translated from the Russian; Israel program for scientific translations, Jerusalem, 1966).

আরও পড়ুন

  • Gan, I. (2009) "The reluctant hosts: Soviet Antarctic expedition ships visit Australia and New Zealand in 1956", Polar Record, 45, (232) pp. 37–50. ISSN 0032-2474
  • Gan, I. (2009) "The Soviet Preparation for the IGY Antarctic Program and the Australian Response: Politics and Science, Bolet%#237;n Antártico Chileno 2nd SCAR Workshop on the History of Antarctic Research, 22-22 September 2006, Santiago, Chile, pp. 60-70. [Non Refereed Conference Paper]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!