ডঃ হেমো প্রভা শইকীয়া অসম বিধানসভার সদস্য ছিলেন। সাইকিয়া ২০০১ ও ২০০৬ সালে নাজিরা আসন থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি তরুন গোগোই সরকারের তাঁত ও বস্ত্র মন্ত্রী ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির দ্রুপদ বোরগোহেইনের কাছে পরাজিত হয়েছিলেন। তিনি আসাম পর্যটন উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন। তিনি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার স্ত্রী এবং তাঁর পুত্র দেবব্রত শইকীয়া আসাম বিধানসভায় বর্তমান বিরোধীদলীয় নেতা। [১][২][৩][৪][৫][৬][৭][৮]
তথ্যসূত্র