হেনরি বার্টন

হেনরি বার্টন ছিলেন একজন ফরাসি তীরন্দাজ। তিনি লন্ডনে ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বার্টন ১৯০৮ সালে পুরুষদের ডাবল ইয়র্ক রাউন্ড ইভেন্টে প্রবেশ করেন, ৪২৫ পয়েন্ট নিয়ে ১৬তম স্থান অর্জন করেন (ইভেন্টে একজন ফরাসি তীরন্দাজের সেরা ফিনিশ)। এরপর তিনি কন্টিনেন্টাল স্টাইল প্রতিযোগিতায় ২১২ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে পৌঁছান। []

তথ্যসূত্র

  1. "Henri Berton"Olympedia। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

  • Cook, Theodore Andrea (১৯০৮)। The Fourth Olympiad, Being the Official Report। British Olympic Association। 
  • De Wael, Herman (২০০১)। "Archery 1908"Herman's Full Olympians। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০০৬ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!