হেনরি (বাংলায় হেনরি, গাবলু বা গুণধর) ১৯৩২ সাল থেকে চালু হওয়া কার্ল অ্যান্ডারসন কৃত সৃষ্ট একটি কমিক স্ট্রিপ। প্রধান চরিত্র একটি ন্যাড়া মাথার বাচ্চা ছেলে যে কথা বলে না। প্রথম কয়েকটি পর্ব বাদ দিলে চরিত্রটি মূলত মূকাভিনয়ের মাধ্যমে যোগাযোগ করে, যা হেনরির কমিক বই বেরোবার পর থেকে বদল হয়।[১][২][৩]
তথ্যসূত্র