হৃষিকেশ সাহা (ইংরেজি: Rishikesh Saha) (৩১শে আগস্ট, ১৯১৮ - ১৫ আগস্ট, ১৯৪২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী। ১৯৪২ সনের ১৫ই আগস্ট, বিপ্লবীরা ঢাকার জেনারেল পোস্ট অফিসে আক্রমণ করেন।[১] পরবর্তী আক্রমণকালে ফৌজদারী আদালতে ইংলিশ রোডের মোড়ে পুলিশের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। অকস্মাৎ পুলিশের রাইফেলের গুলিতে হৃষিকেশ, মৃত্যুকে আলিঙ্গন করেন।[২]
তথ্যসূত্র