হৃষিকেশ সাহা

হৃষিকেশ সাহা
হৃষিকেশ সাহা
জন্ম৩১শে আগস্ট, ১৯১৮
তাঁতীবাজার, ঢাকা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৫ আগস্ট ১৯৪২(1942-08-15) (বয়স ২৩)
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • রামচন্দ্র সাহা (পিতা)
  • গোবিন্দরানী দেবী (মাতা)

হৃষিকেশ সাহা (ইংরেজি: Rishikesh Saha) (৩১শে আগস্ট, ১৯১৮ - ১৫ আগস্ট, ১৯৪২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী। ১৯৪২ সনের ১৫ই আগস্ট, বিপ্লবীরা ঢাকার জেনারেল পোস্ট অফিসে আক্রমণ করেন।[] পরবর্তী আক্রমণকালে ফৌজদারী আদালতে ইংলিশ রোডের মোড়ে পুলিশের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। অকস্মাৎ পুলিশের রাইফেলের গুলিতে হৃষিকেশ, মৃত্যুকে আলিঙ্গন করেন।[]

তথ্যসূত্র

  1. "বইয়ের উৎস - উইকিপিডিয়া"bn.wikipedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০২-০২ 
  2. "জেলে ত্রিশ বছর"উইকিপিডিয়া। ২০১৯-১১-০৪। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!