হিট (চলচ্চিত্র)

হিট মুভির লোগো
হিট চলচ্চিত্রের পোস্টার

হিট (ইংরেজি ভাষায়: Heat) মাইকেল মান পরিচালিত অপরাধ বিষয়ক মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। ১৯৯৫ সালের ১৫ই ডিসেম্বর এটি মুক্তি পেয়েছিল।

নিল ম্যাক্‌কলি লস এঞ্জেলেসের পেশাদার ডাকাত আর লেফটেন্যান্ট ভিনসেন্ট হানা পেশাদার গোয়েন্দা। নিল খুব আত্মকেন্দ্রিক ও শান্ত আর ভিনসেন্ট নিজ পেশায় সম্পূর্ণ নিবেদিত। ১৯৬০-এর দশকের একটি সত্য কাহিনীকে আশ্রয় করে এটি নির্মিত হয়েছে। চাক অ্যাডামসন নামে শিকাগোর এক পুলিশ কর্মকর্তা পেশাদার ডাকাত ম্যাক্‌কলিকে ধরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। ছবির কাহিনীও তাই।

চরিত্রসমূহ

  • আল পাচিনো - লেফটেন্যান্ট ভিনসেন্ট হানা
  • রবার্ট ডি নিরো - নিল ম্যাক্‌কলি
  • Val Kilmer - Chris Shiherlis
  • Jon Voight - Nate
  • Tom Sizemore - Michael Cheritto
  • Diane Venora - Justine Hanna
  • Amy Brenneman - Eady
  • Ashley Judd - Charlene Shiherlis
  • Mykelti Williamson - Sgt. Drucker
  • Wes Studi - Det. Casals
  • Ted Levine - Bosko
  • Dennis Haysbert - Donald Breedan
  • William Fichtner - Roger Van Zant
  • ন্যাটালি পোর্টম্যান - লরেন গুস্তাফসন (ভিনসেন্টের সৎ মেয়ে, একটি ছোট চরিত্র)

প্রতিক্রিয়া

সমালোচকদের কাছ থেকে হিট প্রধানত ইতিবাচক সমালোচনা পেয়েছে। আইএমডিবি-তে এর রেটিং ১০ এর মধ্যে ৮.২। মেটাক্রিটিক-এ শতকরা ৭৬ জন প্রশংসা করেছেন। সেখানে দর্শকদের ভোটে এর রেটিং হচ্ছে ১০ এর মধ্যে ৮.৩। রটেন টম্যাটোস-এ রেটিং হচ্ছে ৮৯%।

চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট এর চরিত্রগুলোর গভীরতার প্রশংসা করেছেন। তার মতে হিট সিনেমার চরিত্রগুলো সময়মত কাব্যিক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠে যার ফলে তারা কি ভাবছে তা প্রকাশিত হয়ে যায়। উল্লেখ্য, অ্যান্ড্রু রস এই ছবির কথাবার্তাকে একেবারে সস্তা ও গতানুগতিক বললেও রজার ইবার্ট বলেছেন ঠিক উপর্যুক্ত কারণেই চিত্রনাট্যটি গতানুগতিক হয়নি।[]

তথ্যসূত্র

  1. http://www.metacritic.com/movie/heat - মেটাক্রিটিক রিভিউ

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!