নিল ম্যাক্কলি লস এঞ্জেলেসের পেশাদার ডাকাত আর লেফটেন্যান্ট ভিনসেন্ট হানা পেশাদার গোয়েন্দা। নিল খুব আত্মকেন্দ্রিক ও শান্ত আর ভিনসেন্ট নিজ পেশায় সম্পূর্ণ নিবেদিত। ১৯৬০-এর দশকের একটি সত্য কাহিনীকে আশ্রয় করে এটি নির্মিত হয়েছে। চাক অ্যাডামসন নামে শিকাগোর এক পুলিশ কর্মকর্তা পেশাদার ডাকাত ম্যাক্কলিকে ধরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। ছবির কাহিনীও তাই।
সমালোচকদের কাছ থেকে হিট প্রধানত ইতিবাচক সমালোচনা পেয়েছে। আইএমডিবি-তে এর রেটিং ১০ এর মধ্যে ৮.২। মেটাক্রিটিক-এ শতকরা ৭৬ জন প্রশংসা করেছেন। সেখানে দর্শকদের ভোটে এর রেটিং হচ্ছে ১০ এর মধ্যে ৮.৩। রটেন টম্যাটোস-এ রেটিং হচ্ছে ৮৯%।
চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট এর চরিত্রগুলোর গভীরতার প্রশংসা করেছেন। তার মতে হিট সিনেমার চরিত্রগুলো সময়মত কাব্যিক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠে যার ফলে তারা কি ভাবছে তা প্রকাশিত হয়ে যায়। উল্লেখ্য, অ্যান্ড্রু রস এই ছবির কথাবার্তাকে একেবারে সস্তা ও গতানুগতিক বললেও রজার ইবার্ট বলেছেন ঠিক উপর্যুক্ত কারণেই চিত্রনাট্যটি গতানুগতিক হয়নি।[১]