হারিস ইবনে সাবিত ইবনে সুফিয়ান আল-আনসারী তিনি উহুদ যুদ্ধের শহীদ হওয়া অন্যতম সাহাবী।
নাম এবং বংশধারা
নাম: হারিস। বংশধারা: হারিস ইবনে সাবিত ইবনে সুফিয়ান ইবনে আদী ইবনে আমর ইবনে ইমরাউল কায়েস ইবনে মালিক ইবনে আগর ইবনে সা’লাবা ইবনে কাব ইবনে খাজরাজ ইবনে হারিছ আনসারী।[১][২]
যুদ্ধে অংশগ্রহণ
তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৩]
মৃত্যু
তিনি ২৩ মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দ হিজরি ৩ শনিবার উহুদ যুদ্ধে মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র