হারমায়োনি ব্যাডলি

হারমায়োনি ব্যাডলি
Hermione Baddley
১৯৭০-এর দশকে নিজ বাড়িতে ব্যাডলি
জন্ম
হারমায়োনি ইয়োল্যান্ডা রুবি ক্লিনটন-ব্যাডলি

(১৯০৬-১১-১৩)১৩ নভেম্বর ১৯০৬
বোজলি, শ্রোপশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্য
মৃত্যু১৯ আগস্ট ১৯৮৬(1986-08-19) (বয়স ৭৯)
মৃত্যুর কারণস্ট্রোক
নাগরিকত্বযুক্তরাজ্য
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৭-১৯৮৬
দাম্পত্য সঙ্গীডেভিড টেনান্ট
(বি. ১৯২৮; বিচ্ছেদ. ১৯৩৭)

জে. এইচ. উইলিস
(বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৪৬)
সন্তান২, পলিন টেনান্ট সহ

হারমায়োনি ইয়োল্যান্ডা রুবি ক্লিনটন-ব্যাডলি (১৩ নভেম্বর ১৯০৬ - ১৯ আগস্ট ১৯৮৬)[] ছিলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। তিনি ১৯৩০ থেকে ১৯৫০-এর দশকে হারমায়োনি জিনগোল্ডের সাথে কয়েকবার অভিনয় করেছেন।

ব্যাডলি রুম অ্যাট দ্য টপ (১৯৫৯) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৬৩ সালে দ্য মিল্ক ট্রেইন ডাজন্ট স্টপ অ্যানিমোর মঞ্চনাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ডিজনির ম্যারি পপিন্স চলচ্চিত্রে এলেন চরিত্রে অভিনয় করেন। টিভি ধারাবাহিক মড-এ নেইল নাগাটুক চরিত্রে অভিনয় করে ১৯৭৫ সালে তিনি টিভি ধারবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন

ব্যাডলি ১৯০৬ সালের ১৩ই নভেম্বর ইংল্যান্ডের শ্রপশায়ারের ব্রোজলিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ডব্লিউ. এইচ. ক্লিনটন-ব্যাডেলি এবং মাতা লুইস বোর্ডিন। তিনি মার্কিন স্বাধীনতা যুদ্ধের ব্রিটিশ জেনারেল স্যার হেনরি ক্লিনটনের উত্তরসূরী। তার বড় বোন অ্যাঞ্জেলা ব্যাডেলিও অভিনেত্রী ছিলেন। তার সৎ ভাই উইলিয়াম ব্যাডেলি ইংল্যান্ডের গির্জার যাজক ছিলেন, যিনি ওয়েস্টমিনস্টারের রুরাল ডিন হয়েছিলেন।[]

কর্মজীবন

ব্যাডলি জ্যাক ক্লেটনের রুম অ্যাট দ্য টপ (১৯৫৯) চলচ্চিত্রে সিমন সিনিয়রের ঘনিষ্ঠ বান্ধবী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২ মিনিট ১৯ সেকেন্ডের উপস্থিতির জন্য মনোনয়নপ্রাপ্ত তার চরিত্রটি একাডেমি পুরস্কারের সবচেয়ে কম দৈর্ঘ্যের উপস্থিতির জন্য মনোনীত কাজ।[] ১৯৬০ সালে তিনি বিবিসির শেকসপিয়ারীয় নাটক অ্যান এজ অব কিংস-এ যৌনকর্মী ডল টিয়ার্সশিট চরিত্রে অভিনয় করেন। ১৯৬৩ সালে দ্য মিল্ক ট্রেইন ডাজন্ট স্টপ অ্যানিমোর মঞ্চনাটকে অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ডিজনির ম্যারি পপিন্স চলচ্চিত্রে এলেন চরিত্রে অভিনয় করেন। টিভি ধারাবাহিক মড-এ নেইল নাগাটুক চরিত্রে অভিনয় করে ১৯৭৫ সালে তিনি টিভি ধারবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

  1. ফলকার্ট, বার্ট এ. (২১ আগস্ট ১৯৮৬)। "Noted Actress Hermione Baddeley Dies"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮ 
  2. ফার্গুসন, জেমস (১১ জুন ১৯৯৮)। "Obituary: The Very Rev William Baddeley"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮ 
  3. "Screen Time Central: Shortest Performances"স্ক্রিন টাইম সেন্ট্রাল। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!