হারবি আল হিমাইয়ারি

হারবি আল হিমারি (আরবি: حربي الحميري Ḥarbī al-Ḥimyārī) ইয়েমেন জন্মগ্রহণকারী একজন আরবীয় পণ্ডিত। তিনি ৭ম ও ৮ম শতকের মাঝামাঝি সময়ে জীবিত ছিলেন। তিনি বিখ্যাত আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান এর শিক্ষক হিসেবে পরিচিত[] । যদিও তার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তার কাছ থেকে জাবির ইবনে হাইয়ান আলকেমি বা রসায়ন অধ্যয়ন করেছেন। তিনি মিশরীয় রসায়ন সম্পর্কে প্রচুর জ্ঞান রাখতেন।

তথ্যসূত্র

  1. Eric John Holmyard, Makers of Chemistry. London: Oxford University Press, 1931

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!