হানা মন্টানা

হানা মন্টানা
নির্মাতামিচেল পরিয়েস
রিচার্ড করেল
ব্যারি ও'ব্রায়েন
অভিনয়েমাইলি সাইরাস
এমিলি অসমেন্ট
মিচেল মুসো
জেসন আর্লেস
বিলি রে সাইরাস
মইসেস অ্যারিয়াস
উদ্বোধনী সঙ্গীত"দ্য বেস্ট অব বোথ ওয়ার্ল্ডস" গেয়েছেন মাইলি সাইরাস
মূল দেশটেমপ্লেট:যুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
মৌসুমের সংখ্যা৩ (৩য় পর্ব নির্মাণাধীন)
পর্বের সংখ্যা৫২ (পর্বের তালিকা)
নির্মাণ
নির্বাহী প্রযোজকস্টিভেন পিটারম্যান
মিচেল পরিয়েস
ক্যামেরা সেটআপমাল্টি ক্যামেরা
ব্যাপ্তিকাল২৩ মিঃ 23 (আনু.)
মুক্তি
মূল নেটওয়ার্কডিজনি চ্যানেল
এবিসি কিডস
ছবির ফরম্যাটএনটিএসসি
মূল মুক্তির তারিখমার্চ ২৪, ২০০৬ –
বর্তমান
ওয়েবসাইট

হানা মন্টানা একটি এমি পুরস্কার মনোনয়নপ্রাপ্ত[] আমেরিকান টেলিভিশন সিরিজ। ২০০৬ সালের ২৪ মার্চ ডিজনি চ্যানেলে এটি প্রথম প্রচারিত হয়। সিরিজের মূল বিষয়বস্তু হচ্ছে টিনএজার মাইলি স্টুয়ার্টের দ্বৈত জীবন। মাইলি দিনের বেলায় স্বাভাবিক জীবন যাপন করলেও রাতে হানা মন্টানা নামে পপ স্টার হিসেবে জীবন যাপন করে। মাইলির এ জীবনের কথা তার পরিবার ও কাছের বন্ধু ছাড়া আর কেউ জানে না। হানা মন্টানা সিরিজের এখন পর্যন্ত দুটি মৌসুম প্রচারিত হয়েছে।

২০০৮ সালের ৯ এপ্রিল ঘোষণা দেয়া হয় হানা মন্টানার তৃতীয় পর্ব নির্মাণ করা হবে।[] ২০০৮ সালের ৪ আগস্ট তৃতীয় পর্ব নির্মাণ শুরু হয়েছে।[]

তথ্যসূত্র

  1. "The 59th Primetime Emmy Awards and Creative Arts Emmy Awards Nominees"। Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-৩১ 
  2. "Disney Channel MediaNet"। ১২ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 
  3. "Orlando Sentinel - Disney Channel offers updates on "Hannah Montana," "Camp Rock," Jonas Brothers, Demi Lovato, "High School Musical," Disney Channel Games"। ১৪ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০০৮ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!