বালি জগাছা ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বালি, দুর্গাপুর অভয়নগর-১, জগদীশপুর, চাকপাড়া, আনন্দনগর, নিশ্চিন্দা, দুর্গাপুর অভয়নগর-২, সাঁপুইপাড়া বসুকাটি ও চামরাইল।[১] ব্লকের শহরাঞ্চল বালি (জগাছা),[৩]চাকাপাড়া, চামরাইল, একসারা, খালিয়া ও জগদীশপুর সেন্সাস টাউন ছটি নিয়ে গঠিত।[২] ব্লকটি লিলুয়া থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর ঘোষপাড়া।[৫]
পাঁচলা ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বনহরিশপুর, চারা-পাঁচলা, জলবিশ্বনাথপুর, সাহাপুর, বেলডুবি, দেউলপুর, জুজারসাহা, সুভারারা, বিকিহাকোলা, গঙ্গাধরপুর ও পাঁচলা।[১] ব্লকের শহরাঞ্চল বিকিহাকোলা, বেলডুবি, জলা কেন্দুয়া, গাববেড়িয়া, পানিয়ারা, পাঁচলা, সাহাপুর সেন্সাস টাউন সাতটি নিয়ে গঠিত।[২] ব্লকটি পাঁচলা থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর বিকিহাকোলা।[৫]
জগৎবল্লভপুর ব্লকের গ্রামীণ এলাকা ১৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বড়গাছিয়া-১, ইসলামপুর, মাজু, শঙ্করহাটি-২, বড়গাছিয়া-২, জগৎবল্লভপুর-১, পাঁতিহাল, শিয়ালডাঙা, গোবিন্দপুর, জগৎবল্লভপুর-২, পোলগুষ্টিয়া, হাঁতাল অনন্তবাটী, লস্করপুর ও শঙ্করহাটি-১।[১] ব্লকের শহরাঞ্চল মানসিংহপুর সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি জগৎবল্লভপুর থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর মানসিংহপুর।[৫]
বালি পুরসভা এলাকা নিয়ে বালি বিধানসভা কেন্দ্র গঠিত।
হাওড়া পৌরসংস্থার ১-৭ ও ১০-১৬ নং ওয়ার্ডগুলি নিয়ে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
হাওড়া পৌরসংস্থার ১৭-২০, ২৪-৩৪, ৩৬, ৩৭ ও ৪২ নং ওয়ার্ডগুলি নিয়ে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র গঠিত।
হাওড়া পৌরসংস্থার ৮, ৯, ২১-২৩, ৪৩, ৪৭-৫০ নং ওয়ার্ডগুলি নিয়ে শিবপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
হাওড়া পৌরসংস্থার ৩৫, ৩৮-৪১, ৪৪-৪৬ নং ওয়ার্ডগুলি এবং সাঁকরাইল ব্লকের দুলিয়া, জোরহাট, পাঁচপাড়া ও থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
সাঁকরাইল ব্লকের অপর ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং ডোমজুড় ব্লকের কোলারা-১, কোলারা-২, মাহিয়ারি-১, মাহিয়ারি-২ গ্রাম পঞ্চায়েত নিয়ে সাঁকরাইল বিধানসভা কেন্দ্র গঠিত।
পাঁচলা ব্লক ও জগৎবল্লভপুর ব্লকের গোবিন্দপুর, ইসলামপুর, লস্করপুর ও পোলগুষ্টিয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে পাঁচলা বিধানসভা কেন্দ্র গঠিত।
জগৎবল্লভপুর ব্লকের অবশিষ্ট দশটি গ্রাম পঞ্চায়েত এবং ডোমজুড় ব্লকের বেগারি, ডোমজুড়, দক্ষিণ ঝাপড়দহ, পার্বতীপুর, রুদ্রপুর, উত্তর ঝাপড়দহ ও মাকড়দহ-১ গ্রাম পঞ্চায়েত নিয়ে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
বালি জগাছা ব্লক ও ডোমজুড় ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্র গঠিত।
সাঁকরাইল বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, পাঁচলা ও সাঁকরাইল বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে হাওড়া লোকসভা কেন্দ্র গঠিত।