হলুদ পাহাড়ি কচ্ছপ[৩] (চাকমা ভাষা: পারবো ডুর) (ইংরেজি: Elongated Tortoise), (বৈজ্ঞানিক নাম: Indotestudo elongata)হচ্ছে একটি কচ্ছপের প্রজাতি। এটি ভারত, নেপাল, চীন, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং বাংলাদেশে পাওয়া যায়।[৪]
বাংলাদেশের ১৯৭৪[৪] ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
বাংলাদেশে বিস্তৃতি
বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।[৫]
তথ্যসূত্র
পাঠ