হরিশ্চন্দ্রপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গেরর জেলা মালদার চাঁচল মহকুমার অন্তর্গত একটি প্রশাসনিক বিভাগ। এই ব্লকটি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত। এই ব্লকের সদরদপ্তর বারদুয়ারিতে অবস্থিত।[১]
ভূগোল
হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক ২৫° ২৩' ৪১" উঃ ৮৭° ৫১' ৩২" পূঃ-এ অবস্থিত।
গ্রাম পঞ্চায়েত
হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত হলো: মালিওর ১, মালিওর ২, সাদলিচাক, সুলতান নগর, চাঁদপুর (ইসলামপুর), দওলাত নগর, ভালুকা, দৌলতপুর এবং মসালদহ।[২]
জনপরিসংখ্যান
২০১১ সালের জনগণনা অনুসারে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের জনসংখ্যা ২৫১,৩৪৫। এর মধ্যে ১৩০,৬৩৭ জন পুরুষ ও ১২০,৯৭৮ জন মহিলা।[৩]
সাক্ষরতা
২০১১ সালের জনগণনা অনুসারে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ২৫১,৩৪৫ জনের মধ্যে ১১২,৬৯৮ জন স্বাক্ষর। তার মধ্যে ৬১,৭৩২ জন পুরুষ ও ৫০,৯৬৬ জন মহিলা।[৩]
তথ্যসূত্র
টেমপ্লেট:মালদা প্রসঙ্গ