হংকং ক্রিকেট ক্লাব (চীনা: 香港木球會) হংকং দ্বীপের প্রাণকেন্দ্রে অবস্থিত ওং নাই চুং গ্যাপের পাহাড় ও সবুজে ঘেরা।[১]
ইতিহাস
১৮৫১ সালের জুন মাসে হংকং-এ অনুষ্ঠিত একটি জনসভায়, জলসীমার দক্ষিণে সামরিক প্যারেড গ্রাউন্ডে একটি টার্ফড খেলার মাঠ সহ একটি ক্লাব তৈরি করার প্রস্তাবের ফলে ইংল্যান্ডের বাইরে প্রথম ক্রিকেট ক্লাবগুলির একটি চালু হয়।[১]
১৯৭৫ সালে, ক্লাবটি হট্টগোলপূর্ণ সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মাঝখানে তার জায়গা ছেড়ে দেয় এবং সবুজ ওং নাই চুং গ্যাপে চলে যায়।[১]
প্রধান ক্রীড়া ইভেন্ট
২০২৩ হংকং মহিলাদের চতুর্ভুজাকার সিরিজটি এইখানেই অনুষ্ঠিত হয়েছিল।
আন্তর্জাতিক পাঁচ উইকেট লাভের তালিকা
মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক
নিম্নলিখিত সারণিতে এই ভেন্যুতে মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে নেওয়া পাঁচ উইকেট শিকারের সংক্ষিপ্তসার দেওয়া হয়েছে।[২]