স্যার আলেকজান্ডার রামসে, ৩য় ব্যারোনেট (২৬ মে ১৮১৩ - ৩ মার্চ ১৮৭৫) [১] ছিলেন একজন কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ।
সংসদীয় কর্মজীবন
১৮৩৭ এবং ১৮৫২ উভয় ক্ষেত্রে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পর, রামসে ১৮৫৭ সালের সাধারণ নির্বাচনে রচডেলের জন্য রক্ষণশীল এমপি নির্বাচিত হন, র্যাডিক্যাল এডওয়ার্ড মিয়ালের কাছ থেকে আসনটি লাভ করেন। তবে, ১৮৫৯ সালের পরবর্তী নির্বাচনে তিনি আসনটি ধরে রাখার চেষ্টা করেননি।[২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ