বাংলাদেশের তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মায়ের নামে ভোলার বাংলাবাজারে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কমপ্লেক্সে ২০১৫ সালের দিকে জাদুঘরটির নির্মাণকাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন সহ বেশ কয়েকজন গবেষক জাদুঘরটি সংগ্রহশালা সমৃদ্ধকরণের কাজ করেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে ভোলার বাংলাবাজারে অবস্থিত এই জাদুঘরটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৫শে জানুয়ারী উদ্বোধন করেন।[১][৪]
বিবরণ
ভোলার স্বাধীনতা জাদুঘরে বাঙালির ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদানের দুর্লভ তথ্যচিত্র সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৮০ বছরের ধারাবাহিক প্রক্রিয়া তথ্য, চিত্র ও ডিজিটাল তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।[৫]
জাদুঘরটিতে তিনটি গ্যালারি রয়েছে। প্রথম তলার গ্যালারিতে এক পাশে ইতিহাস এতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ’৪৭-এ দেশভাগ ও ভাষা আন্দোলনের দুর্লভ ছবি ও তথ্য রয়েছে। অপর পাশে রয়েছে গ্রন্থাগার ও গবেষণাগার। এছাড়া ওই একই তলায় রয়েছে মাল্টিমিডিয়া ডিসপ্লে হলরুম। দ্বিতীয় তলায় রয়েছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত ইতিহাসের মুহূর্তগুলোর চিত্রকল্প। তৃতীয় তলায় রয়েছে যুক্তফন্ট, ’৫৮-এর আন্দোলন, পাকিস্তানের সামরিক শাসন, ’৬৬-এর আন্দোলন, ’৬৯-এর গণআন্দোলন, ’৭০-এর নির্বাচন, ৭ মার্চের ভাষণ, ’৭১-এর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের দুর্লভ আলোকচিত্র। এছাড়া বঙ্গবন্ধুর সকল ভাষণের অডিও ও ভিডিওর ডিজিটাল প্রদর্শনীও রয়েছে এখানে।[৬]