স্বস্তিকা দত্ত |
---|
২০২০ সালে স্বতিকা |
জন্ম | (1994-04-23) ২৩ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০)
|
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
পেশা | অভিনেত্রী, মডেল |
---|
কর্মজীবন | ২০১৫–বর্তমান |
---|
স্বস্তিকা দত্ত (জন্ম: ২৩ এপ্রিল ১৯৯৪) একজন ভারতীয় অভিনেত্রী।[১] তিনি পারব না আমি ছাড়তে তোকে (২০১৫) চলচ্চিত্রে মাধ্যেমে আত্মপ্রকাশ করেন ।[২][৩][৪] তিনি হাস্যরসাত্মক ধারাবাহিক ভোজো গোবিন্দ (২০১৭) তে ডালি চরিত্রে,[৫][৬] বিজয়ী (২০১৮) এ কেকা চরিত্রে[৭] এবং কি কোরে বোলব তোমায় ( ২০১৮)[৮][৯] তে রাধিকা চরিত্রের জন্য পরিচিত।
শৈশব ও শিক্ষা
স্বস্তিকা দত্ত ১৯৯৪ সালের ২৩ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইতে তার শৈশব কাটিয়েছেন । তিনি দ্য মডার্ন একাডেমী কলকাতায় শিক্ষারত ছিলেন এবং হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি, কলকাতা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেন।
কর্মজীবন
স্বস্তিকা তার অভিনয় যাত্রা শুরু করার আগে একজন মডেল হিসাবে FFACE এ অংশগ্রহণ করেন। রাজ চক্রবর্তী পরিচালিত পারব না আমি ছাড়তে তোকে তার প্রথম চলচ্চিত্র।[১০] দুগ্গা দুগ্গা (২০১৫) ধারাবাহিকে তার মাধ্যমে টেলিভিশনে তার আত্মপ্রকাশ । ২০১৭ সালে রোহন ভট্টাচার্যের বিপরীতে স্টার জলসা সিরিয়াল ভোজো গোবিন্দে ডালি চরিত্রে তার ভূমিকা তাকে সেরা স্টাইল আইকন ২০১৮ স্টার জলসা পরিবার পুরস্কার প্রদান করে।[১১]
চল চ্চিত্রের তালিকা
ওয়েব সিরিজ
বছর
|
শিরোনাম
|
ভূমিকা
|
মন্তব্য
|
সূত্র
|
২০২২
|
উত্তরণ
|
তনয়া
|
হইচই
|
|
আনন্দ আশ্রম
|
তিথি
|
|
|
জনি বনি
|
আঁখি
|
ক্লিক করুন
|
|
২০২৩
|
গভীর জলের মাচ
|
আরাত্রিকা
|
হইচই
|
|
অন্তরমহল
|
|
হইচই
|
|
টেলিভিশন
বছর
|
শিরোনাম
|
চরিত্র
|
ভূমিকা
|
চ্যানেল
|
মন্তব্য
|
২০০৬
|
দুগ্গা দুগ্গা
|
তারা
|
প্রধান ভূমিকা
|
স্টার জলসা
|
টিভি অভিষেক
|
২০১৭ - ২০১৮
|
ভজো গোবিন্দ
|
ডালি
|
|
২০১৮ - ২০১৯
|
বিজয়নী
|
কেকা/মোহিনী
|
|
২০১৯ - ২০২০
|
ঠাকুর ঝুলি
|
মনিমালা
|
এপিসোডিক ভূমিকা
|
|
২০১৯ - ২০২১
|
কি কোরে বলবো তোমায়
|
রাধিকা মিত্র সেন
|
প্রধান ভূমিকা
|
জি বাংলা
|
|
২০২২ - ২০২৩
|
তোমার খোলা হাওয়া
|
ঝিলমিল
|
|
মহালয়া
বছর
|
শিরোনাম
|
চরিত্র
|
চ্যানেল
|
মন্তব্য
|
২০১৮
|
দুর্গোতিনাশিনী দুর্গা (মহালয়া ২০১৮)
|
দেবী মহালক্ষ্মী
|
স্টার জলসা
|
|
২০২০
|
দুর্গা সপ্তসতী সম্ভামী যুগে যুগে (মহালয়া ২০২০)
|
দেবী ভ্রমরী
|
জি বাংলা
|
|
পুরস্কার
বছর
|
পুরস্কার
|
বিভাগ
|
কাজ
|
ফলাফল
|
২০১৮
|
স্টার জলসা পরিবার পুরস্কার
|
সেরা স্টাইল আইকন ২০১৮
|
ভজ গোবিন্দ
|
বিজয়ী
|
প্রিয় বউ
|
মনোনীত
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ