স্বপন কুমার পতি (জন্ম ১৯৬৮) একজন ভারতীয় কোয়ান্টাম রসায়নবিদ, জওহরলাল নেহরু উন্নত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের রসায়ন বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউটের কোয়ান্টাম থিওরি মলিকিউলেস টু মেটেরিয়াল গ্রুপের প্রধান।[১] তিনি আণবিক সিস্টেমে বৈদ্যুতিন অপটিক্যাল এবং চৌম্বকীয় ঘটনার উপর গবেষণার জন্য পরিচিত।[২] তিনি ভারতীয় বিজ্ঞান একাডেমি,[৩]ভারতের জাতীয় বিজ্ঞান একাডেমি[৪] এবং বিশ্ব বিজ্ঞান একাডেমির (ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স) নির্বাচিত ফেলো। [৫] বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত সরকারের শীর্ষস্থানীয় সংস্থা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, রাসায়নিক বিজ্ঞানে অবদানের জন্য ২০১০ সালে তাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার প্রদান করে। [৬]
↑"Faculty profile"। Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research। ২০১৬। ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০।