স্পোর্টস ক্লাব মারিতিমো

মারিতিমো
পূর্ণ নামক্লাব স্পোর্ট মারিতিমো
ডাকনামও মাইওর দাস ইলহাস (বৃহত্তম দ্বীপপুঞ্জ)
ওস ভের্দে-রুবরোস (সবুজ-এবং-লাল)
ওস লেওঁয়েস দো আলমিরান্তে রেইস (আলমিরান্তে রেইসের সিংহ)
প্রতিষ্ঠিত২০ সেপ্টেম্বর ১৯১০; ১১৪ বছর আগে (1910-09-20)
মাঠএস্তাদিও দো মারিতিমো[]
ধারণক্ষমতা১০,৯৩২
সভাপতিপর্তুগাল কার্লোস পেরেইরা
ম্যানেজারপর্তুগাল লিতো ভিদিগাল
লিগপ্রিমেইরা লিগা
২০১৯–২০১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ক্লাব স্পোর্ট মারিতিমো (ইংরেজি: CS Marítimo; এছাড়াও সিএস মারিতিমো নামে পরিচিত) হচ্ছে মাদেইরা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিএস মারিতিমো তাদের সকল হোম ম্যাচ মাদেইরার এস্তাদিও দো মারিতিমোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৩৯২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লিতো ভিদিগাল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কার্লোস পেরেইরা। পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড় এদগার কোস্তা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ঘরোয়া ফুটবলে, সিএস মারিতিমো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কাম্পেওনাতো দে পর্তুগাল এবং ২টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে।

অর্জন

বিজয়ী (১): ১৯২৫–২৬
রানার-আপ (২): ১৯৯৪–৯৫, ২০০০–০১
রানার-আপ (২): ২০১৪–১৫, ২০১৫–১৬
বিজয়ী (২): ১৯৭৬–৭৭, ১৯৮১–৮২

তথ্যসূত্র

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  2. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  3. "সিএস মারিতিমো: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:স্পোর্টস ক্লাব মারিতিমো টেমপ্লেট:প্রিমেইরা লিগা

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!