ক্লাব স্পোর্ট মারিতিমো (ইংরেজি: CS Marítimo; এছাড়াও সিএস মারিতিমো নামে পরিচিত) হচ্ছে মাদেইরা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিএস মারিতিমো তাদের সকল হোম ম্যাচ মাদেইরার এস্তাদিও দো মারিতিমোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৩৯২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লিতো ভিদিগাল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কার্লোস পেরেইরা। পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড় এদগার কোস্তা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
ঘরোয়া ফুটবলে, সিএস মারিতিমো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কাম্পেওনাতো দে পর্তুগাল এবং ২টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে।
অর্জন
- বিজয়ী (১): ১৯২৫–২৬
- রানার-আপ (২): ১৯৯৪–৯৫, ২০০০–০১
- রানার-আপ (২): ২০১৪–১৫, ২০১৫–১৬
- বিজয়ী (২): ১৯৭৬–৭৭, ১৯৮১–৮২
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:স্পোর্টস ক্লাব মারিতিমো
টেমপ্লেট:প্রিমেইরা লিগা