স্তাগ-লুং-থাং-পা-ব্ক্রা-শিস-দ্পাল (ওয়াইলি: stag lung thang pa bkra shis dpal) (১১৪২-১২০৯) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের স্তাগ-লুং-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: stag lung bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
প্রথম জীবন
স্তাগ-লুং-থাং-পা-ব্ক্রা-শিস-দ্পালের জন্ম তিব্বতের খাম্স অঞ্চলের গ্যাং-শোদ-বোং-রা-স্তেং (ওয়াইলি: g.yang shod bong ra steng) নামক স্থানে গা-জি পরিবারগোষ্ঠীতে জন্ম গ্রহণ করেন। জন্মের পরেই তার মাতার মৃত্যু হলে তার পিতা দ্বিতীয়বার বিবাহ করেন। আঠারো বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে থাং-স্ক্যা বৌদ্ধবিহারে (ওয়াইলি: thang skya) গিয়ে বৈদ্ধভিক্ষুতে পরিণত হন।[১]
পরবর্তী জীবন
১১৬৫ খ্রিষ্টাব্দে তেইশ বছর বয়সে তিনি বিখ্যাত কাগ্যু পণ্ডিত ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পোর নিকটে গিয়ে ছয় বছর ধরে শিক্ষালাভ করেন।[২] ১১৮০ খ্রিষ্টাব্দে তিনি স্তাগ-লুং-থাং বৌদ্ধবিহার নির্মাণ করে সেই স্থানে তার জীবনের পরবর্তী তিরিশ বছর সেই স্থানে কাটান। এই বৌদ্ধবিহার স্তাগ-লুং-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর মূলকেন্দ্র হিসেবে পরিগণিত হয়।[১]
তথ্যসূত্র
↑ কখMartin, Dan (2008-08)। "Taklungtangpa Tashi Pel"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-08-18।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
↑Martin, Dan (2008-08)। "Pakmodrupa Dorje Gyelpo"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-08-18।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
আরো পড়ুন
Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 610–21.
Russell, Jeremy. 1986. “A Brief History of the Taglung Kagyu.” Chöyang (Chos dbyangs). vol. 1, no. 1, pp. 120–127.
de Rossi Filibeck, Elena. 1994. “A Manuscript on the Stag lung pa Genealogy.” In Tibetan Studies: Proceedings of the 6th Seminar of the International Association for Tibetan Studies, Fagernes 1992. Per Kvaerne, ed. Oslo: The Institute for Comparative Research in Human Culture, pp. 237–240.