স্ট্যান্ডার্ড লিয়েজ
রয়্যাল স্ট্যান্ডার্ড ডে লিয়েজ (এছাড়াও স্ট্যান্ডার্ড লিয়েজ (ফরাসি : [stɑ̃daʁ ljɛʒ]; ওলন্দাজ: Standard Luik [ˈstɑndɑrt ˈlœyk]; জার্মান: Standard Lüttich [ˈstandaɐ̯t ˈlʏtɪç, ˈʃtan-]) নামে পরিচিত) হচ্ছে লিয়েজ ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড লিয়েজ তাদের সকল হোম ম্যাচ লিয়েজের স্টাড মৌরিস ডুফ্রেয়নে-এ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৬৭০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফিলিপ মোঁতানিয়ে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ব্রুনো ভেনাঞ্জি। বেলজীয় রক্ষণভাগের খেলোয়াড় জিনহো ভানহোসডেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, স্ট্যান্ডার্ড লিয়েজ এপর্যন্ত ২৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১০টি বেলজীয় লীগ, ৮টি বেলজীয় কাপ, ১টি বেলজীয় লীগ কাপ এবং ৪টি বেলজীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এন্টওয়ার্পের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৮১–৮২ উয়েফা কাপ উইনার্স কাপ এবং ১৯৯৬ উয়েফা ইন্টারটোটো কাপের ফাইনালে পৌঁছানো।
অর্জন
ঘরোয়া
- চ্যাম্পিয়ন (১০): ১৯৫৭–৫৮, ১৯৬০–৬১, ১৯৬২–৬৩, ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০, ১৯৭০–৭১, ১৯৮১–৮২, ১৯৮২–৮৩, ২০০৭–০৮, ২০০৮–০৯
- রানার-আপ (১৩): ১৯২৫–২৬, ১৯২৭–২৮, ১৯৩৫–৩৬, ১৯৬১–৬২, ১৯৬৪–৬৫, ১৯৭২–৭৩, ১৯৭৯–৮০, ১৯৯২–৯৩, ১৯৯৪–৯৫, ২০০৫–০৬, ২০১০–১১, ২০১৩–১৪, ২০১৭–১৮
- চ্যাম্পিয়ন (৮): ১৯৫৩–৫৪, ১৯৬৫–৬৬, ১৯৬৬–৬৭, ১৯৮০–৮১, ১৯৯২–৯৩, ২০১০–১১, ২০১৫–১৬, ২০১৭–১৮
- রানার-আপ (৯): ১৯৬৪–৬৫, ১৯৭১–৭২, ১৯৭২–৭৩, ১৯৮৩–৮৪, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ১৯৯৮–৯৯, ১৯৯৯–০০, ২০০৬–০৭
- চ্যাম্পিয়ন (১): ১৯৭৫
- চ্যাম্পিয়ন (৪): ১৯৮১, ১৯৮৩, ২০০৮, ২০০৯
- রানার-আপ (৫): ১৯৮২, ১৯৯৩, ২০১১, ২০১৬, ২০১৮
আন্তর্জাতিক
- রানার-আপ (১): ১৯৮১–৮২
- রানার-আপ (১): ১৯৯৬
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:স্ট্যান্ডার্ড লিয়েজ
টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ
|
|