স্টেজকোচ থিয়েটার আর্টস

স্টেজকোচ থিয়েটার আর্টস (ইংরেজি ভাষায়: Stagecoach Theatre Arts) একটি পেশাফারী নাট্যশালা। পৃথিবীর বিভিন্ন দেশে এক হাজারেরও বেশি শাখার মাধ্যমে এই নাট্যশালা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে প্রায় ৬০০ শাখাই যুক্তরাজ্যে অবস্থিত। সঙ্গীত, নাচ এবং অভিনয়ের উপর স্টেজকোচ থিয়েটার আর্টস প্রশিক্ষণ দিয়ে থাকে। অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড, মাল্টা, স্পেন, গ্রীস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেজকোচ থিয়েটার আর্টসের কার্যক্রম রয়েছে।[]

১৯৮৮ সালে ইংল্যান্ডের সারে কাউন্টিতে স্টেজকোচ থিয়েটার আর্টস প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান ৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের সঙ্গীত, নাচ ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

তথ্যসূত্র

  1. "Stagecoach Part Time Theatre Arts School"। Stagecoach Theatre Arts plc। ২০০৮-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!