স্টিভেন জে. স্যাসন (জন্ম ৪ জুলাই, ১৯৫০) একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী এবং সেল্ফ কনটেইন্ড (পোর্টেবল) ডিজিটাল ক্যামেরার উদ্ভাবক। ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে স্নাতক হওয়ার পরপরই তিনি কোডাক এ যোগ দেন এবং ২০০৯ সালে কোডাক থেকে অবসর নেন।[১]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
স্যাসন নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন, রাগনহিল্ড টোমিন (এন্ড্রেসেন) এবং জন ভিনসেন্ট স্যাসনের ছেলে। তার মা ছিলেন নরওয়েজীয়।[২]
তিনি ব্রুকলিন টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়াশোনা করেন এবং স্নাতক হন।[৩] তিনি রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশলে বিএস করেন ১৯৭২ সালে এবং এমএস করেন তার পরের বছর।[১]
তথ্যসূত্র
বহিঃসংযোগ