স্টিভেন সেসেনন

স্টিভেন সেসেনন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেজে স্টিভেন সেসেনন[]
জন্ম (2000-05-18) ১৮ মে ২০০০ (বয়স ২৪)[]
জন্ম স্থান রোহ্যাম্পটন, ইংল্যান্ড
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রিস্টল সিটি
জার্সি নম্বর ৪৩
যুব পর্যায়
২০০৮–২০১৭ ফুলহ্যাম
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭– ফুলহ্যাম ১৪ (০)
২০২০–ব্রিস্টল সিটি (ধার) ১৫ (০)
জাতীয় দল
২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০১৭ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১০ (০)
২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (২)
২০১৯– ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৯– ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৩৬, ৫ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩৬, ৫ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জেজে স্টিভেন সেসেনন (ইংরেজি উচ্চারণ: /ˈstɪvən sesenən/, ইংরেজি: Steven Sessegnon; জন্ম: ১৮ মে ২০০০; স্টিভেন সেসেনন নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্রিস্টল সিটি এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৮–০৯ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব ফুলহ্যামের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সেসেনন ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, ইংরেজ ক্লাব ফুলহ্যামের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। সম্প্রতি ২০২০–২১ মৌসুমে, তিনি ধারে ফুলহ্যাম হতে ব্রিস্টল সিটিতে যোগদান করেছেন।

২০১৪ সালে, সেসেনন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, সেসেনন এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

জেজে স্টিভেন সেসেনন ২০০০ সালের ১৮ই মে তারিখে ইংল্যান্ডের রোহ্যাম্পটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি যমজ ভাই রায়ান সেসেননও ফুটবল খেলোয়াড়।[] তার বড় ভাই ক্রিস সেসেনন অর্ধ-পেশাদার পর্যায়ে ফুটবল খেলেছেন। বেনিনীয় আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় স্তেফেন সেসেনন তার চাচাতো ভাই।[][]

আন্তর্জাতিক ফুটবল

সেসেনন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ২রা ডিসেম্বর তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ২০১৭ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[] উক্ত প্রতিযোগিতার ফাইনালে পূর্ণ সময় শেষে তার দল স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সাথে ২–২ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[] একই বছরে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেছেন,[][১০] উক্ত প্রতিযোগিতার ফাইনালে তার দল স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে ৫–২ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল;[১১] উক্ত প্রতিযোগিতায় তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[১২] তিনি ২০১৮ সালের ১৪ই নভেম্বর তারিখে মলদোভা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[১৩][১৪]

তথ্যসূত্র

  1. "Club list of registered players: As at 19th May 2018: Fulham" (পিডিএফ)। English Football League। পৃষ্ঠা 16। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮ 
  2. "Steven Sessegnon"। 11v11। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  3. "Steven Sessegnon profile"। Fulham F.C.। ৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৭ 
  4. "England's under-17s: They don't walk around with 1966 noose around necks"The Guardian। ৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮ 
  5. "Fulham teen Ryan Sessegnon"London Evening Standard। ২৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭ 
  6. "United States U17 - England U16, Dec 2, 2015 - International Friendlies - Match sheet"Transfermarkt (জার্মান ভাষায়)। ২ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১ 
  7. Association, The Football। "Cooper names Euro squad"www.thefa.com (ইংরেজি ভাষায়)। 
  8. "২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: ফাইনাল"উয়েফা (ইংরেজি ভাষায়)। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  9. "FIFA U-17 World Cup India 2017™: List of Players" (পিডিএফ)ফিফা (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  10. "OFICIAL: Esta es la convocatoria para la Copa Mundial Sub-17 de India"sefutbol (স্পেনীয় ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০১৭। ৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  11. "FIFA U-17 World Cup India 2017: Final match report" (পিডিএফ)ফিফা (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৭। ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  12. "England MU21 squad named for UEFA U21 Euro Group Stages un Slovenia"দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 
  13. "England - Moldova 4:0 (U19 EURO Qualifiers 2018/2019, Group 5)"worldfootball.net (জার্মান ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১ 
  14. "England U19 - Moldova U19, Nov 14, 2018 - UEFA EURO U19 Championship Qualifiers - Match sheet"Transfermarkt (জার্মান ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!