স্টার স্পোর্টস ১ একটি ক্রীড়া টেলিভিশন চ্যানেল যেটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক মালিকানাধীন। স্টার স্পোর্টস ভারত পুনরায় ব্র্যান্ডেড করে এবং ২০১৩ সালের ৫ নভেম্বর মধ্যরাত থেকে তাদের নতুন ব্রান্ড লোগো উন্মোচন করে। তাদের পুরনো ব্রান্ড পরিবর্তন করে নতুন ভাবে ব্রান্ড পরিবর্তন আনার পরে স্টার স্পোর্টস থেকে স্টার স্পোর্ট ১, স্টার ক্রিকেট থেকে স্টার স্পোর্টস ৩, ইএসপিএন থেকে স্টার স্পোর্ট ৪, স্টার ক্রিকেট এইচডি থেকে স্টার স্পোর্টস এইচডি এবং ইএসপএন এইচডি থেকে স্টার স্পোর্টস ২ এইচডি নামান্তর করা হয়। যদিও স্টার স্পোর্টস ৪ ও স্টার স্পোর্টস এইচডি ২ ছাড়া পুনরায় লেগো পরিবর্তন করা অপ্রাসঙ্গিক ছিল, সুতরাং অবশিষ্ট চারটি চ্যানেল ২৪ ঘণ্টা ক্রিকেট চ্যানেলে পরিণত হয়েছে।[১]
সম্প্রচার
নিম্নলিখিত অনুষ্ঠান স্টার স্পোর্টস ভারত দ্বারা সম্প্রচার করা হয়।[২]
- ক্রিকেট
- হকি
তথ্যসূত্র
বহিঃসংযোগ