সৌদি বালক স্কাউট এসোসিয়েশন

সৌদি বালক স্কাউট এসোসিয়েশন
দেশসৌদি আরব
প্রতিষ্ঠিত১৯৬১
সদস্য১৯,২৬৯
স্কাউট প্রধানআবদুল্লাহ ওমর নাসিফ
শিক্ষামন্ত্রী, যিনি সৌদি আরব বয় স্কাউটস অ্যাসোসিয়েশনের সভাপতিড. আবদুল্লাহ আল ওবায়দ
অধিভুক্তিস্কাউট আন্দোলনের বিশ্ব সংস্থা
ওয়েবসাইট
http://www.scouts.org.sa/a/
 স্কাউটিং প্রবেশদ্বার

সৌদি বালক স্কাউট এসোসিয়েশন (এসএবিএসএ, আরবি: جمعية الكشافة العربية السعودية) সৌদি আরবের জাতীয় স্কাউটিং সংস্থা। ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে স্কাউটিং এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও স্কাউটিং প্রতিষ্ঠার তারিখের বহু বছর আগে থেকেই সৌদি বালক স্কাউট এসোসিয়েশন সক্রিয় ছিল এবং ১৯৬৩ সালে সৌদি বালক স্কাউট এসোসিয়েশন বিশ্ব স্কাউট সংস্থা সদস্য হয়ে যায়। এর সদস্য সংখ্যা ১৯,২৬৯ (২০১০ সালের হিসাবে অনুযায়ী)।[] সৌদি বালক স্কাউট এসোসিয়েশন সৌদি আরবে তরুণদের মাঝে স্কাউট আন্দোলনকে জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এসোসিয়েশন সাহস, স্বনির্ভরতা এবং ভ্রাতৃত্বের স্কাউট আদর্শ প্রচারের লক্ষ্যে সৌদি আরব জুড়ে স্কাউটিং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সৌদি আরবের মিনা এলাকায় স্কাউটিং

সমিতি বেশিরভাগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্কাউটিং কার্যক্রমে অংশ নেয়। নিম্ন আয়ের দেশগুলোতে স্কাউটিংয়ে সহায়তা করার জন্য তারা উদারভাবে আর্থিক সহায়তার অবদান রাখে।

১৯৮৩ সালে, ডঃ আবদুল্লাহ ও নাসিফকে বিশ্ব স্কাউটিংয়ে ব্যতিক্রমী পরিষেবাদির জন্য ওয়ার্ল্ড স্কাউট কমিটি কর্তৃক ভূষিত বিশ্ব স্কাউট সংস্থার একমাত্র স্বীকৃতি ব্রোঞ্জ ওল্ফ প্রদান করা হয়েছিল।

স্কাউট মূলমন্ত্রটি হ'ল কুন মুস্তা'ইদন বা كن مستعدا, আরবি থেকে "প্রস্তুত প্রস্তুত" হিসাবে অনুবাদ করা যায়। একক স্কাউটের বিশেষ্যটি আরবি ভাষায় কাশফ বা كشاف ش

প্রতীক

যে কেউ স্কাউট আন্দোলনের শপথ নিলেই তাকে স্কাউট ইউনিফর্ম পরিধান করতে হয়। ইউনিফর্ম গণতন্ত্ৰের চিহ্ন এবং একাত্ববোধের পরিচয় বহন করে। কাব স্কাউটস, স্কাউটস, রোভার স্কাউটস এবং প্ৰশিক্ষকদের জন্য স্বতন্ত্ৰ ইউনিফর্ম রয়েছে। এছাড়া সৌদি আরব বালক স্কাউটস অ্যাসোসিয়েশনের স্কাউট প্রতীক একটি ঐতিহ্যবাহী বেদুইন মার্কি তাঁবু বা বাইতের পটভূমিতে একটি পাম গাছের সাথে যুক্ত করেছে।

সৌদি আরবে আন্তর্জাতিক স্কাউটিং ইউনিট

এ ছাড়াও সৌদি বালক স্কাউট এসোসিয়েশন আমেরিকান বালক স্কাউট হয় আবকাইক, দাহরান, রিয়াদ, জেদ্দা, রাস তানোরা, উধাইলিইয়া এবং খামিস সরাসরি পরিষেবা শাখা আমেরিকা বালক স্কাউটের সাথে যুক্ত, যা সারা বিশ্বের ইউনিট সমর্থন করে; যেমন, রিয়াদে কানাডার বালক স্কাউটস।

এছাড়াও আল খোবর, জেদ্দা এবং রিয়াদে ব্রিটিশ স্কাউটস বিদেশের নতুন গ্রুপ (২০১৩) তৈরি হচ্ছে।

এছাড়াও ভারত স্কাউটস ও গাইডস ওভারসিজ ইউনিট (ইন্ডিয়ান স্কাউটস) রয়েছে, সৌদি আরবে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত জনাব তালমিজ আহমেদ সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন।

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "Some statistics"। World Organization of the Scout Movement। ২০১০-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৩-৩০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!