সৌদি আরবের প্রদেশসমূহ

সৌদি আরবের প্রদেশ সমূহের আমিরাত
إمارات مناطق المملكة العربية السعودية
শ্রেণিপ্রদেশ
অবস্থানসৌদি আরব
সংখ্যা13
জনসংখ্যা320,524 (উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চল) – 6,915,006 (মক্কা অঞ্চল)
আয়তন৯,৯২০ কিমি (৩,৮৩১ মা) (আল-বাহাহ) – ৬,৭২,৫২০ কিমি (২,৫৯,৬৬২ মা) (পূর্বাঞ্চলীয় প্রদেশ)
সরকার
উপবিভাগ
  • গভর্নরেট

সৌদি আরবের অঞ্চল, এছাড়া সৌদি আরবের প্রদেশ, নামেও পরিচিত এবং আনুষ্ঠানিকভাবে সৌদি আরব রাজত্বের প্রদেশসমূহের আমিরাত (আরবি: إمارات مناطق المملكة العربية السعودية) নামে পরিচিত, হচ্ছে সৌদি আরব রাজত্বের ১৩ টি আমিরাত (ভৌগোলিকভাবে, প্রদেশ/অঞ্চল; প্রথম-স্তরের প্রশাসনিক বিভাগ)।[][][]

সৌদি আরব রাজত্বের প্রদেশ সমূহের তালিকা

সৌদি আরবে রাজত্বের প্রদেশ সমূহ إمارات مناطق المملكة العربية السعودية ( إمارات مناطق المملكة العربية السعودية )
ঐতিহাসিক প্রদেশ আমিরাত চিত্র রাজধানী গভর্নরেটস মারাকিজ জনসংখ্যা

(২০১৭ আদমশুমারি)

আনুমানিক অঞ্চল (কিমি 2 )
হেজাজ মক্কা অঞ্চল মক্কা ১৬ ১১১ ৮,৫৫৭,৭৬৬ ১৫৩,১২৮
নাজদ রিয়াদ অঞ্চল রিয়াদ 21 453 8,216,284 404,240
আল হাসা ' মন্দ একটি নতুন শত্রু আছে দাম্মাম 11 107 4,900,325 672,522
'আসির 'আসির অঞ্চল আভা 16 101 2,211,875 76,693
'আসির জিজান অঞ্চল জাজান 16 31 1,567,547 11,671
হেজাজ মদিনা অঞ্চল মদীনা 8 90 1,423,935 151,990
নাজদ কাসিম অঞ্চল বুরাইদহ 12 153 1,423,935 58,046
হেজাজ তাবুক অঞ্চল তাবুক 73 910,030 146,072
শম্মার হাইল অঞ্চল হাইল 8 84 699,774 103,887
'আসির নাজরান অঞ্চল নাজরান 7 59 582,243 149,511
শম্মার আল জাওফ অঞ্চল সাকাকা 33 508,475 100,212
'আসির আল বাহাহ অঞ্চল আল-বাহা 9 35 476,172 9,921
শম্মার উত্তর সীমান্ত অঞ্চল 'আরআর 17 365,231 111,797
মোট 136 1,347 31,843,592 2,149,690

আরও দেখুন

  • আইএসও 3166-2: এসএ

তথ্যসূত্র

  1. "Saudi Arabia Regions"www.statoids.com 
  2. "The New Addressing"। Saudi Post। ২০১৩। ৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪ 
  3. "Organization of the Emirate of Makkah Province"Ministry of Interior। ১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!