সৌদি আরবে পুঁজিবাজার কর্তৃপক্ষ টাওয়ার

পুঁজিবাজার কর্তৃপক্ষ টাওয়ার
জুলাই ২০১৪ এ নির্মাণাধীন ক্যাপিটাল মার্কেট অথরিটি টাওয়ার
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
অবস্থানির্মাণ শেষ
ধরনসুপারটাল আকাশচুম্বী
শহররিয়াদ
দেশসৌদি আরব
নির্মাণ শুরু২০১০
সম্পূর্ণ২০২১
উন্মুক্ত হয়েছে২০১৭
নির্মাণব্যয়$ ১ বিলিয়ন
উচ্চতা৩৮৫ মি (১,২৬৩ ফু)
কারিগরী বিবরণ
তলার সংখ্যা৭২ (মেঝে)
তলার আয়তন১,৮২,১৩৭ মি (১৯,৬০,৫১০ ফু)[]
লিফট/এলিভেটর৪০

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার হলো সৌদি আরবের রিয়াদে অবস্থিত ৩৮৫ মি (১,২৬৩ ফু) আকাশচুম্বী ভবন[] ২০১০ সালে নির্মাণ শুরু হয় এবং ২০১৪ সালে শীর্ষস্থানীয় বিল্ডিং-এ পরিণত হয়। এটি কিংডম সেন্টার এবং বুর্জ রাফালকে ছাড়িয়ে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে পরিণত হয়। এইচওকে এবং ওমরানিয়া দ্বারা ডিজাইন করা। ৭৬-তলা পিআইএফ টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উচ্চ প্রযুক্তির আকাশচুম্বী ভবনগুলির মধ্যে একটি। এটি কিং আব্দুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কেন্দ্রবিন্দু। []

টাওয়ারটিএলইইডি গোল্ড সার্টিফিকেশনের লক্ষ্যে রয়েছে। এতে একটি পর্যবেক্ষণ ডেক, দ্বিতল অলিন্দের পাশাপাশি দ্বি-উচ্চতা স্কাই লবি, একটি উদ্ভাবনী টুইন এলিভেটর সিস্টেম রয়েছে। এখানে দুটি ক্যাব একটি একক শ্যাফ্টে চলাচল করে এবং একটি ফিটনেস সেন্টার, পুলসহ বিভিন্ন সুবিধা এবং ক্যাফেটেরিয়া আছে।[][]

তথ্যসূত্র

  1. "Capital Market Authority Tower | HOK"Archilovers (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১২ 
  2. "PIF Tower"The Skyscraper CenterCouncil on Tall Buildings and Urban Habitat। ৩১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৩ 
  3. "HOK's CMA tower nears completion in riyadh, saudi arabia"designboom | architecture & design magazine (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 
  4. "Up-and-Coming Tall Buildings"www.architecturalrecord.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 
  5. CityLab, Emily Nonko (২০১৭-০৭-১৩)। "Can a Sideways Elevator Help Designers Build Taller Skyscrapers?"The Atlantic (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!