সৌদি আরবে গর্ভপাত হচ্ছে শুধুমাত্র একজন মহিলার জীবনের ঝুঁকি। তবে ভ্রূণের প্রতিবন্ধকতা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বৈধ।[১] অজাচার বা ধর্ষণ থেকে উদ্ভূত গর্ভাবস্থাও সেখানে মানসিক স্বাস্থ্য ছাড়ের অধীনে একটি আইনি গর্ভপাতের জন্য যোগ্য হয়।[১][২] এ ক্ষেত্রে ভ্রূণের বয়স অবশ্যই চার মাসের কম হতে হবে। যদি বেশি হয়, তাহলে মহিলার মৃত্যু বা তার স্বাস্থ্যের গুরুতর ক্ষতির হবে কি না এ ব্যপারে অনুমোদিত বিশেষজ্ঞদের একটি প্যানেলের মতামতের প্রয়োজন হবে।[৩] যেকোনো অনুমোদিত গর্ভপাতের জন্য তিনজন চিকিৎসকের পাশাপাশি রোগী ও তার সঙ্গীর সম্মতি প্রয়োজন।[৪] যদি অন্য কোন কারণে একজন মহিলার গর্ভপাত করা হয়, তবে লঙ্ঘনকারীকে অনাগত সন্তানের পরিবারকে দিয়াত বা রক্তের অর্থ প্রদান করতে হতে পারে।[৪] যে পরিবারগুলি আর্থিক অস্থিরতা বা শিশুকে শিক্ষা প্রদানে অক্ষমতার ভয় করে তাদের আইনগুলি স্পষ্টভাবে গর্ভপাতকে অস্বীকার করে।[৪] গর্ভপাত প্রক্রিয়ার জন্য ব্যবহৃত বড়ি বিক্রি বেআইনি এবং এর ফলে গ্রেফতার হয়।[৫]
তথ্যসূত্র