সোসিয়েদাদ দেপোর্তিভা এইবার (বাস্ক: Eibar Kirol Elkartea; সাধারণত এসডি এইবার নামে পরিচিত) হচ্ছে এইবার ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৪০ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসডি এইবার তাদের সকল হোম ম্যাচ এইবারের ইপুরুয়া মুনিসিপাল স্তেদিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,১৬৪।[৪][৫][৬] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হোসে লুইস মেন্দিলিবার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আমাইয়া গরোস্তিসা। স্পেনীয় আক্রমণভাগের খেলোয়াড়সের্হি এনরিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
↑"El CD Vitoria será el filial del Eibar" [CD Vitoria will be the subsidiary of Eibar] (Spanish ভাষায়)। El Diario Vasco। ৯ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"La conexión histórica entre el Barça y el Eibar" [The historical connection between Barça and Eibar]। Mundo Deportivo (Spanish ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)