সোমালিল্যান্ড জাতীয় ফুটবল দল

সোমালিল্যান্ড
অ্যাসোসিয়েশনসোমালিল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনিফা
প্রধান কোচওমর আব্দুল্লাহি
অধিনায়কআব্দুররহমান জামা
সর্বাধিক ম্যাচআব্দুল্লাহি নুর
শীর্ষ গোলদাতাআব্দুলকানি ওমর
মাঠহার্গিসা স্টেডিয়াম
ফিফা কোডSLD
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৮৭ হ্রাস ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৮৭ (২০১৬)
সর্বনিম্ন১৯০ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সোমালিল্যান্ড ২–২ সিল্যান্ড 
বৃহত্তম জয়
 সোমালিল্যান্ড ৫–১ তামিল ঈলম 
বৃহত্তম পরাজয়
 সোমালিল্যান্ড ৩–১০ সেকেলি ভূমি 
কনিফা বিশ্ব ফুটবল কাপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৬)

সোমালিল্যান্ড জাতীয় ফুটবল দল (ইংরেজি: Somaliland national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সোমালিল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সোমালিল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সোমালিল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এপর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করতে পারেনি। সোমালিল্যান্ড সিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সোমালিল্যান্ডে অনুষ্ঠিত সোমালিল্যান্ড এবং সিল্যান্ডের মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

২০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট হার্গিসা স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সোমালিল্যান্ডে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওমর আব্দুল্লাহি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রক্ষণভাগের খেলোয়াড় আব্দুররহমান জামা

ফিফা এবং এএফসির সদস্যপদ না থাকার ফলে সোমালিল্যান্ড এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং আফ্রিকা কাপ অফ নেশন্সে অংশগ্রহণ করতে পারেনি। ফিফা বহির্ভূত ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত কনিফা বিশ্ব ফুটবল কাপে সোমালিল্যান্ড এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।

আব্দুররিসাক মুহাম্মদ জামা, আব্দুসসামাদ ইব্রাহিম মিগান, আব্দুররহমান জামা, আব্দুল্লাহি নুর এবং আব্দুলকানি ওমরের মতো খেলোয়াড়গণ সোমালিল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সোমালিল্যান্ডের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সোমালিল্যান্ডের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮৭তম (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯০। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৮৫ বৃদ্ধি  মন্টসেরাট ১০২২
১৮৬ হ্রাস ১৯  অ্যান্টিগুয়া ও বার্বুডা ১০১১
১৮৭ বৃদ্ধি  আরুবা ১০০২
১৮৭ হ্রাস  সোমালিল্যান্ড ১০০২
১৮৯ হ্রাস  ডোমিনিকা ১০০১

তথ্যসূত্র

  1. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!