সোনিয়া হলে একজন বাংলাদেশি বিখ্যাত অভিনেত্রী ও মডেল। ১৯৯১ সালে মাস্তান রাজা সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। পরের বছর বাপ্পারাজের বিপরীতে "প্রেমশক্তি" সিনেমায় প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে।ছবিটি বক্স অফিসে হিট হয়।সুপারষ্টার জসিমের বুকের ধন,কালিয়া,রাজাবাবু,বাংলার নায়ক, ভাই কেন আসামি সহ আরো অনেক সিনেমায় বোনের চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো সর্বমহলে প্রশংসিত ও ব্যবসায়সফল হয়। তিনি অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহের "স্বপ্নের ঠিকানা"
সিনেমায় অভিনয় করেন। তিনি পঞ্চাশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১][২]
জীবনী
সোনিয়া ছোটবেলায় বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন। চলচ্চিত্রাঙ্গনে পা রাখার পূর্বে তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছেন।[১] সোনিয়া ১৯৭৭ সালের ২৯শে মে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন ।১৯৯১ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায়"মাস্তান রাজা" চলচ্চিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা শাবানার কিশোরী বয়সের চরিত্রে। এর পরের বছর তিনি "প্রেমশক্তি" সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে। সোনিয়ার বাবা প্রখ্যাত উকিল সুবহান মালেক মির্জা এবং মা বিশিষ্ট নারীনেত্রী কানিজ আফরোজ আরা।
৩ ভাই বোনের মধ্যে সোনিয়া সবার বড়।
তার ছোট দুই ভাই শুভ্র ও শায়ান।
সোনিয়া মাত্র ১৩ বছর বয়সেই সিনেমার দিকে মনযোগী হয়,যদিও তার বাবা-মার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার।
[৩] তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ।[২]
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায়ও অভিনয় করেছেন সোনিয়া।[১] এছাড়া, ১৯৯২ সালে মিডল সাবান ও সিটিজেন টেলিভিশনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি।[১] বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন।[২]
চলচ্চিত্রের তালিকা
নির্বাচিত টিভি নাটক
- পড়শী[১]
- বেদের মেয়ে[১]
- নানা রকম মানুষ[১]
- খান বাহাদুরের তিন ছেলে[১]
- প্রান্ত রেখায়[১]
- বাবরী নামের মেয়েটি[১]
- ধূসর প্রহর[১]
তথ্যসূত্র