সেন্ট মেরি'স ক্যাথেড্রাল (যাকে ক্যাথেড্রাল অফ দ্য ইম্যাকুলেট কনসেপশনও বলা হয়)[১] হল ক্যাথলিক চার্চের অন্তর্গত একটি ধর্মীয় ভবন। এটি ঢাকার কাকরাইলের রমনা সড়কে অবস্থিত। এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[২]
এটি রোমান বা ল্যাটিন রীতির অন্তর্গত। এ ক্যাথেড্রালটি ঢাকার মেট্রোপলিটন মহাধর্মপ্রদেশের প্রধান দপ্তর। এটি ঢাকা শহরে অবস্থিত দুটি ক্যাথেড্রালের একটি। অপর ক্যাথেড্রালটি সেন্ট থমাসকে উৎসর্গকৃত এবং অ্যাংলিকান চার্চের অন্তর্গত। এটির মেট্রোপলিটন আর্চবিশপ হলেন প্যাট্রিক ডি'রোজারিও।
আরও দেখুন
তথ্যসূত্র