সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল

সৃষ্টি কলেজ অব টাংগাইল এটি সৃষ্টি শিক্ষা পরিবারের একটি সহ প্রতিষ্ঠান। টাংগাইল সদর উপজেলার পৌরসভা এলাকার সুপারি বাগানে অবস্থিত। ৭ ফ্রেব্রুয়ারি ২০০৯ সালে এটি প্রতিষ্ঠিত। মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান এই তিনটি বিষয়ে পড়ানো হয় এখানে। সকাল এবং বিকাল দুই শিফটে ক্লাস হয় এখানে। ছেলে মেয়ে আলাদা পদ্ধতিতে পড়ানো হয়। এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান।

ক্যাম্পাস

তিনটি বিল্ডিং এর সমন্বয়ে সৃষ্টি কলেজ ক্যাম্পাস। আবাসিক অনাবাসিক সহ প্রায় ২০০০ শিক্ষার্থী এবং ৩৯ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে এখানে। আধুনিক কম্পিউটার অনুষদ এবং ব্যবহারিকের জন্য রয়েছে আধুনিক বিজ্ঞানাগার। সুবিশাল লাইব্রেরী রয়েছে এখানে।

ফলাফল

প্রতিবছর সাফল্যের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা। প্রতিষ্ঠা লগ্ন থেকে পাশের হার ৮৮.৯৩% এবং এ+ পেয়েছে মোট ৬০৮৭ জন শিক্ষার্থী।

তথ্যসূত্র

1. www.sohopathi.com 2. "Find classmates who matter to you"Sohopathi | সহপাঠী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০ </ref> 3.www.college.sristy.edu.bd ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ এপ্রিল ২০২১ তারিখে

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!