সুষমা কে. রাও

সুষমা কে. রাও
জন্ম
সুষমা কৃষ্ণমূর্তি রাও

পেশা
  • অভিনেত্রী
  • নৃত্যশিল্পী
  • টেলিভিশন উপস্থাপক
কর্মজীবন২০০৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীপ্রীতম গুব্বি (বি. ২০১০)[]

সুষমা কৃষ্ণমূর্তি রাও (জন্ম ২৩শে ফেব্রুয়ারি ১৯৮৫) একজন ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং টেলিভিশন উপস্থাপক। একজন অভিনেত্রী হিসেবে, তিনি কন্নড় টেলিভিশনে তাঁর কাজের জন্য সর্বাধিক পরিচিত। এস. নারায়ণের ভাগীরথীতে আত্মপ্রকাশ করার পর, তিনি ধারাবাহিক অপেরা গুপ্তগামিনীতে ভাবনার ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হন।[] তিনি একজন দক্ষ ভরতনাট্যম নৃত্যশিল্পী, নৃত্যের জন্য ১৯৯৭ সালে তিনি আর্যভট্ট পুরস্কার পান।

জীবনী

সুষমা ভারতের কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলার কোপ্পা শহরে জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ওঠেন। তিনি কেএলই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে তিনি নতুন দিল্লি, মুম্বাই, জয়পুরতিরুবনন্তপুরমে এবং হাম্পি উৎসবে অনুষ্ঠান করেছেন। তিনি নৃত্যে কর্ণাটক রাজ্য ও কেন্দ্রীয় বৃত্তি ( এনসিইআরটি ) পেয়েছেন।[] তিনি ১৯৯৭ সালে নাচের জন্য আর্যভট্ট পুরস্কারও জিতেছিলেন।[]

অভিনেতা বিজয় কাশীর অনুরোধে সুষমা টেলিভিশনে তাঁর অভিনয়ের চেষ্টা শুরু করেছিলেন। এই সময়ে, তিনি বৈজয়ন্তী কাশীর অধীনে কুচিপুড়ি শিখছিলেন। সুষমা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন এস. নারায়ণের ভাগীরথী দিয়ে যেখানে তিনি হেমা প্রভাতের বোন বীণার চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে তিনি স্বাথি মুট্টুতে পল্লবীর চরিত্রে, বিদিগে চন্দ্রমা- তে শশিকলার চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ইয়াবা জন্মদা মৈত্রীতে অনন্যার ভূমিকায় তিনটি চরিত্রে, গুপ্তগামিনীতে ভাবনা চরিত্রে এবং সোসে থান্ডা সৌভাগ্যতে কীর্তি চরিত্রে অভিনয় করেছেন।[][] তিনি ২০০৫ সালে অভিনয়ের জন্য আর্যভট্ট পুরস্কার, গুপ্তগামিনীতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কর্ণাটক টেলিভিশন অ্যাসোসিয়েশন পুরস্কার এবং ২০১২ সালে সোসে থান্ডা সৌভাগ্যের জন্য জি কন্নড় সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন।[]

২০২০ সালে, সুষমা গেম শো জিনস উপস্থাপন করেছিলেন, এই অনুষ্ঠানে "পারিবারিক বন্ধন প্রদর্শন" করা হয়েছিল এবং টেলিভিশন অভিনেতাদের অংশগ্রহণকারী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।[]

টেলিভিশন

বছর শিরোনাম চ্যানেল ভূমিকা মন্তব্য
ভাগীরথী বীণা
স্বাথি মুট্টু পল্লবী
বিদিগে চন্দ্রমা শশীকলা
যব জন্মদা মৈত্রী অনন্যা তিনটি চরিত্র
২০০৫ গুপ্তগামিনী ভাবনা সেরা অভিনেত্রীর জন্য কর্ণাটক টেলিভিশন অ্যাসোসিয়েশন পুরস্কার
২০১২ সোসে থান্ডা সৌভাগ্য জি কন্নড় কীর্তি সেরা মাগালুর জন্য জি কুতুম্বা পুরস্কার[]



সেরা অভিনেত্রীর জন্য জি কন্নড় পুরস্কার
২০১৪ তারলে নান মাকলু স্টার সুবর্ণা উপস্থাপক
২০২০ জিন জি কন্নড় উপস্থাপক
২০২১ মনে মানে মহালক্ষ্মী জি কন্নড় উপস্থাপক
২০২২ ভাগ্যলক্ষ্মী কালার্স কন্নড় ভাগ্য

তথ্যসূত্র

  1. "Preetham Gubbi and wife Sushma head for divorce"The Times of India (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  2. Srinivasa, Srikanth (১৫ মে ২০০৫)। "A natural actress"। Deccan Herald। Archived from the original on ৪ সেপ্টেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  3. "Mangaluru: Nrityaangan to present 'Manthana 2015' from today"mangaloretoday.com। ২৯ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  4. "Genes: Radha Kalyana fame Amit Kashyap and Radhika Rao to grace the show"The Times of India (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  5. "Kannada Tv Actress Sushma K Rao Biography"nettv4u (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!