বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপকের জন্য
সুলতান উদ্দিন ভূঞা দেখুন।
সুলতান উদ্দিন ভূঁইয়া (আনু. ১৯৫৩-১৩ জুন ২০২০) বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
প্রাথমিক জীবন
সুলতান উদ্দিন ভূঁইয়া ১৯৫৩ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ২২ পরিবার তথা ঐসময়কার শিল্পপতি গুলবক্স ভূঁইয়ার চতুর্থ ছেলে।[২]
রাজনৈতিক জীবন
সুলতান উদ্দিন ভূঁইয়া রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রলীগের নেতা ছিলেন। জাতীয় পার্টিতে যোগদিয়ে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩][৪]
ভূঁইয়া নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি, সুতা বণিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।[১]
মৃত্যু
সুলতান উদ্দিন ভূঁইয়া ১৩ জুন ২০২০ সালে স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার পারিবারিক কবরস্থানে সমাহিত করে হয়।[৫][৬]
তথ্যসূত্র