সুলতান ইসমাইল পেত্রা রজতজয়ন্তী মসজিদ (চাইনিজ মসজিদ, রানতাউ পাঞ্জাং, বা বেইজিং মসজিদমালয়: মসজিদ চীন, রানতাউ পাঞ্জাং বা মসজিদ জুবলি পেরাক সুলতান ইসমাইল পেত্রা বা মসজিদ বেইজিং) হলো মালয়েশিয়ারকেলান্তানেররানতাউ পাঞ্জাংয়ের একটি চীনা শৈলীবিশিষ্ট মসজিদ।[১] এই মসজিদটি চীনের বেইজিংয়ের এক হাজার বছরের পুরানো নিউজি মসজিদের মতো। রানতাউ পাঞ্জাং থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পাসির মাস-রানতাউ পাঞ্জং হাইওয়ের প্রান্তে এই মসজিদটি অবস্থিত।
ইতিহাস
২০০৫ সালের সেপ্টেম্বর মাসে, এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ২০০৯ সালের আগস্ট মাসে মসজিদটি উদ্বোধন করা হয়েছে। নির্মাণের মোট আনুমানিক ব্যয় ছিল ৮.৮ মিলিয়ন মালয়েশীয় রিংগিত। এই মসজিদটি মোট ৩.৭ একর জমির ওপর অবস্থিত এবং এখানে একসাথে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে।[২]