সুলতান ইব্রাহিম মসজিদ

সুলতান ইব্রাহিম মসজিদ
মসজিদ সুলতান ইব্রাহিম
ধর্ম
অন্তর্ভুক্তিশাফিঈ
অবস্থান
অবস্থানমালয়েশিয়া কুয়ালা সেলাঙ্গর, সেলাঙ্গর, মালয়শিয়া
পৌরসভাকুয়ালা সেলাঙ্গর জেলা পরিষদ
স্থাপত্য
স্থাপত্য শৈলীআধুনিক
সম্পূর্ণ হয়১৯৮২

সুলতান ইব্রাহিম মসজিদ মালয়শিয়ার সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেলাঙ্গর শহরে অবস্থিত একটি জেলা মসজিদ।

ইতিহাস

মসজিদটির নির্মাণ খরচ ১০.৭ মিলিয়ন রিঙ্গিত, যার পুরোটাই সরকার বহন করেছে। ১৯৮০ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ১৯৮২ সালে সমাপ্ত হয়েছে। ১৯৮২ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। কুয়ালা সেলাঙ্গরে সরকারি সফরের সময় সেলাঙ্গরের আলমারহুম সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ এটি উদ্বোধন করেছেন।

স্থাপত্য

এটা আধুনিকতাবাদী স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!