সুলতান আল গান্নাম
|
|
পূর্ণ নাম |
সুলতান বিন আব্দুল্লাহ বিন সালিম আল গান্নাম |
---|
জন্ম |
(1994-05-06) ৬ মে ১৯৯৪ (বয়স ৩০) |
---|
জন্ম স্থান |
আল জুলফি, সৌদি আরব |
---|
উচ্চতা |
১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
রক্ষণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
আল নাসর |
---|
জার্সি নম্বর |
২ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০১, ২৩ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সুলতান বিন আব্দুল্লাহ বিন সালিম আল গান্নাম (আরবি: سلطان الغنام, ইংরেজি: Sultan Al-Ghannam; জন্ম: ৬ মে ১৯৯৪; সুলতান আল গান্নাম নামে সুপরিচিত) হলেন একজন সৌদি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি ক্লাব আল নাসর এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
সুলতান ২০১৭ সালে সৌদি আরবের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সৌদি আরবের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সুলতান বিন আব্দুল্লাহ বিন সালিম আল গান্নাম ১৯৯৪ সালের ৬ই মে তারিখে সৌদি আরবের আল জুলফিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সুলতান কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত সৌদি আরবের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৩ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
সৌদি আরব |
২০১৭ |
১ |
০
|
২০১৯ |
৬ |
০
|
২০২০ |
২ |
০
|
২০২১ |
৮ |
০
|
২০২২ |
৮ |
০
|
সর্বমোট |
২৫ |
০
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:Al-Nasr Squad