সুলতান আবু বকর রাজ্য মসজিদ

সুলতান আবু বকর রাজ্য মসজিদ
মসজিদ নেগেরি সুলতান আবু বকর
مسجد نڬري سلطان ابو بكر
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি
ধর্মীয় অনুষ্ঠানশাফিঈ
অবস্থান
অবস্থানমালয়েশিয়া জোহর বাহরু, জোহর, মালয়েশিয়া
স্থানাঙ্ক২৫°০০′ উত্তর ৩°৪৭′ পূর্ব / ২৫.০° উত্তর ৩.৭৯° পূর্ব / 25.0; 3.79
স্থাপত্য
স্থাপত্য শৈলীইংরেজ ভিক্টোরীয় স্থাপত্য
সম্পূর্ণ হয়১৯০০
মিনার
রাত্রিকালীন সুলতান আবু বকর মসজিদ

সুলতান আবু বকর রাজ্য মসজিদ (মালয়: Masjid Negeri Sultan Abu Bakar বা মসজিদ নেগেরি সুলতান আবু বকর) হলো মালয়েশিয়ার জোহরে অবস্থিত একটি মসজিদ। ১৮৯২ হতে এবং ১৯০০ সালের মধ্যে এই মসজিদটি সুলতান আবু বকরের পরিচালনায় নির্মাণ করা হয়েছিল।[]

ইতিহাস

মসজিদের স্থপতি তুয়ান হাজী মোহাম্মদ আরিফ বিন পুনক মসজিটটি উপনিবেশিক ইংরেজ ভিক্টোরীয় স্থাপত্যের মতো নির্মাণ করেন। মসজিদে কিছু মুর স্থাপত্যের উপাদান ও কিছু মালয় প্রভাব লক্ষ্য করা যায়। তুয়ান হাজী জোহরের সরকারী প্রকৌশলী দাতো ইয়াহিয়া বিন আওলুদ্দীনের (যিনি এই ব্যাপারে তৎকালীন জোহরের ইংরেজপ্রেমী সুলতান ইব্রাহিম ইবনে সুলতান আবু বকরের সাথে যোগাযোগ করেছিলেন) মাধ্যমে মোহাম্মদ আরিফ বিন পুনককে তত্ত্বাবধান করেছিলেন। ব্রিটিশপ্রেমের কারণে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব কেবল সুলতান আবু বকর রাজ্য মসজিদেই নয়, একই সময়ে নির্মিত জোহরের আরও কয়েকটি সরকারী ও প্রাসাদ ভবনেও দেখা যায়।

এই মসজিদটি একটি বিশেষ পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে জোহর প্রণালী দেখা যায়। এটি সুলতান আবু বকরের নামে নামকরণ করা হয়েছে। এটি যে কোনও সময়ে ২ হাজার মুসল্লি স্থান দিতে পারে।[]

পরিবহন

মুফাকাত বাস রুট পি-১১১ দিয়ে এই মসজিদটিতে প্রবেশ করা যায়।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Sultan Abu Bakar Mosque"Tourism Malaysia (ইংরেজি ভাষায়)। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪ 
  2. "Laluan Bas Muafakat"Bas Muafakat Johor (মালয় ভাষায়)। ১৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!