সুলতান আবদুল হালিম মুয়াজ্জম শাহ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (ইউনিশামস; মালয়: Universiti Islam Antarabangsa Sultan Abdul Halim Mu'adzam Shah) হলো মালয়েশিয়ার কেদাহ প্রদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[২]
সংগঠন ও প্রশাসন
ইউনিশামস (পূর্বে কুইন) কেদাহ রাজ্য সরকারের মালিকানাধীন এবং পরিচালিত।[১]
ক্যাম্পাস ও অনুষদ
ইউনিশামস কুয়ালা কেতিলের নতুন প্রাতিষ্ঠানিক ক্যাম্পাস থেকে পরিচালনা করা হয়।
কুল্লিয়াহ
- মু্য়ামালাত ও ব্যবস্থাপনা বিজ্ঞানের কুল্লিয়াহ
- উসুলুদ্দিন ও আল-কুরআন বিজ্ঞানের কুল্লিয়াহ
- শরিয়ত ও আইনের কুল্লিয়াহ
- আরবি ভাষার কুল্লিয়াহ
- আতিথেয়তা ও সৃজনশীল শিল্পের কুল্লিয়াহ
- মেডিসিন ও স্বাস্থ্য বিজ্ঞানের কুল্লিয়াহ
- সেন্টার অব ইসলামিক ফাইন্যান্স ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ
- সেন্টার অব ফাউন্ডেশন স্টাডিজ
- সেন্টার অব কাউন্সেলিং অ্যান্ড সাইকোলজি স্টাডিজ অ্যান্ড সার্ভিসেস
- সেন্টার অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ
- সেন্টার ফর পাবলিক স্টাডিজ
- সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ
তথ্যসূত্র
বহিঃসংযোগ