সুভাষ সিংহ রায়

সুভাষ সিংহ রায়
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-01-01) ১ জানুয়ারি ১৯৬৬ (বয়স ৫৮)
যশোর জেলা
পিতামাতাগোপাল সিংহ রায় (পিতা),
চঞ্চলা সিনহা (মাতা)
পেশারাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২২

সুভাষ সিংহ রায় (জন্ম: ১ জানুয়ারী ১৯৬৬) বাংলাদেশের একজন রাজনৈতিক, কলাম লেখক ও সাংবাদিক। তিনি এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক। তিনি ২০২২ সালে বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদানের জন্য জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুরস্কার অর্জন করেন।[][]

প্রাথমিক জীবন

সুভাষ সিংহ রায় ১ জানুয়ারী ১৯৬৬ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম গোপাল সিংহ রায় ও মাতার নাম চঞ্চলা সিনহা।

কর্ম জীবন

সুভাষ সিংহ রায় এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য। সুভাষ সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।

গ্রন্থ

সুভাষ সিংহ রায় উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: -

  • বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ও বাকশাল[]
  • বঙ্গবন্ধু ও অসাম্প্রদাযকিতা,
  • পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু,
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন,
  • শেখ হাসিনার রাজনীতি,
  • জনতার চোখে আওয়ামী লীগ,

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি ২০২২ পুরস্কার পেলেন যারা"দৈনিক জনকণ্ঠ। ২৫ জানুয়ারি ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  2. এম আর লিটন (১৩ ফেব্রুয়ারি ২০২৩)। "বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা"দৈনিক বাংলাদেশের বুলেটিন। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  3. "রাইজিংবিডি লেখক বৃত্তান্ত: সুভাষ সিংহ রায়"রাইজিংবিডি.কম। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  4. সুভাষ সিংহ রায়। বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ও বাকশাল। বাংলাদেশ: সময় প্রকাশন। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 9789844584488 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!