সুভাষ সিংহ রায় (জন্ম: ১ জানুয়ারী ১৯৬৬) বাংলাদেশের একজন রাজনৈতিক, কলাম লেখক ও সাংবাদিক। তিনি এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক। তিনি ২০২২ সালে বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদানের জন্য জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুরস্কার অর্জন করেন।[১][২]
প্রাথমিক জীবন
সুভাষ সিংহ রায় ১ জানুয়ারী ১৯৬৬ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম গোপাল সিংহ রায় ও মাতার নাম চঞ্চলা সিনহা।
কর্ম জীবন
সুভাষ সিংহ রায় এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য। সুভাষ সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।
গ্রন্থ
সুভাষ সিংহ রায় উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: -
- বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ও বাকশাল[৪]
- বঙ্গবন্ধু ও অসাম্প্রদাযকিতা,
- পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু,
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন,
- শেখ হাসিনার রাজনীতি,
- জনতার চোখে আওয়ামী লীগ,
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র