সুফিয়ান ইবনে উয়াইনাহ

আবূ মুহাম্মাদ সুফ্ইয়ান বিন `উয়াইনাহ বিন মাইমূন আল-হিলালী আল-কূফী
মক্কা নগরীর একটি ঐতিহাসিক ছবি যেখানে সুফ্ইয়ান বিন `উয়াইনাহ হাদীসের পণ্ডিত ছিলেন
উপাধিশাইখ-উল-ইসলাম
জন্ম৭২৫ খ্রিস্টাব্দ/১০৭ হিজরী
মৃত্যু৮১৪খ্রিস্টাব্দ/১৯৮ হিজরী
অঞ্চলমক্কা
মূল আগ্রহহাদীস, তাফসীরফিকহ
যাদেরকে প্রভাবিত করেছেন

সুফ্ইয়ান বিন `উয়াইনাহ (আরবি: ابو محمد سفيان بن عيينة بن ميمون الهلالي الكوفي) (৭২৫ – ফেব্রুয়ারি ২৫, ৮১৪(৮১৪-০২-২৫)) তাবি`ঈ-পরবর্তী যুগের মক্কার বিখ্যাত ইসলামিক পণ্ডিত। ইসলামের তৃতীয় প্রজন্ম তাবি`ই-ত্-তাবি`ঈনদের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে তিনি অন্যতম। তিনি মূলত হাদীস ও তাফসীর শাস্ত্রের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। ইমাম আয-যাহাবী তাঁকে "শাইখ-উল-ইসলাম" হিসেবে অভিহিত করেন।[]

জীবন

ইবনে উয়াইনাহর পিতা উয়াইনাহ ইবনে আবি ইমরান মূলত ছিলেন কুফার অধিবাসী, পরবর্তীতে মক্কায় স্থানান্তরিত হন। ইবনে উয়াইনাহ ৭২৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষকদের মধ্যে ইমাম আয-যুহরি, আমর ইবনে দিনার উল্লেখযোগ্য। তিনি মক্কায় বাস করতেন। তাঁর ৯ জন ভাই ছিল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ৪ জন হলেন মুহাম্মাদ, ইব্রাহিম, আদম ও ইমরান।

কর্মজীবন

ইবনে উয়াইনাহ একজন নির্ভরযোগ্য রাবি (হাদিস বর্ণনাকারী) ছিলেন। তাঁর ছাত্রদের মধ্যে ইমাম শাফিঈ ছিলেন জগৎবিখ্যাত ইমাম।

মৃত্যু

ইবনে উয়াইনাহ ৮১৪ সালে ৯১ বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন।

অবদান

ইবনে উয়াইনাহ ইমাম মালিকের "মুয়াত্তা" অনুসরণ করে হাদিস সংকলন  করেন। হাদিস সংকলনটি "আল-জামি" নামে পরিচিত। তিনি তাফসীর নিয়েও কাজ করেন।

তথ্যসূত্র

  1. adh-Dhahabī, Muhammad ibn Ahmad (১৯৫৭)। al-Mu`allimī, সম্পাদক। Tadhkirah al-Huffāż (Arabic ভাষায়)। 1। Hyderabad: Dairah al-Ma`ārif al-`Uthmāniyyah। পৃষ্ঠা 262–5। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!