সুফি শেখ (ফার্সি: صوفي شيخ, রোমানীকরণ: সুফি শায়খ, এছাড়াও সাজেমানি সরলাশগার আনসারী এবং সুফি শেখ-ই আতলার হিসেবে পরিচিত[১]) হলো ইরানের গোলেস্তন প্রদেশের কালালেহ অঞ্চলের কেন্দ্রীয় জেলায় অবস্থিত তামরান গ্রামীন জেলার একটি গ্রাম। ২০০৬ সালের আদমশুমারী অনুযায়ী, ২৮টি পরিবারসহ এর জনসংখ্যা ছিল মাত্র ১৫২ জন।[২]
তথ্যসূত্র