সুন্দা মেঘলা চিতা (ইংরেজি: Sunda clouded leopard বা Sundaland clouded leopard) (Neofelis diardi), হচ্ছে মাঝারি আকারের বুনো বিড়াল যেটিকে সুমাত্রা ও বোর্নিওতে দেখা যায়। ২০০৬ সালে এটিকে জিনগত বিশিষ্টতার জন্যে আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।[২][৩]
২০০৮ সালে আইইউসিএন এই প্রজাতিকে সংকটাপন্ন হিসেবে শ্রেণীকরণ করে, তখন এদের মোট সংখ্যা ছিলো ১০,০০০-এর কম এবং সংখ্যা কমার প্রবণতা ছিলো।[১]