সিল্যান্ড জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন

সিল্যান্ড জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২০০৩; ২১ বছর আগে (2003)
সদর দপ্তরসিল্যান্ড
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিসিল্যান্ড নিল ফোরসিথ
ওয়েবসাইটwww.sealandgov.org

সিল্যান্ড জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Sealand National Football Association; এছাড়াও সংক্ষেপে এসএনএফএ নামে পরিচিত) হচ্ছে সিল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর সিল্যান্ডে অবস্থিত।

এই সংস্থাটি সিল্যান্ডের পুরুষ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[] বর্তমানে সিল্যান্ড জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন নিল ফোরসিথ

তথ্যসূত্র

  1. "List Federations Affiliated to N.F.-Board"N.F.-Board। ২০১২-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Sealand FC: The Most Unlikely Story In International Football"। ২০১২-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০১২-০৫-১৮ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:সিল্যান্ডে ফুটবল টেমপ্লেট:সিল্যান্ড জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!