সিরিয়ান এয়ারলাইন্স (আরবি: السورية للطيران) বা সিরিয়ানএয়ার (আরবি: السورية) হল সিরিয়ার পতাকাবাহী হিসেবে কাজ করছে।[২] এটি এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকার বেশ কয়েকটি গন্তব্যে নির্ধারিত আন্তর্জাতিক পরিষেবা পরিচালনা করে, যদিও আরব বসন্ত এবং পরবর্তী সিরিয়ান যুদ্ধের কারণে ২০১১ সাল থেকে পরিচালিত ফ্লাইটের সংখ্যা অনেক কমে গিয়েছে। সিরিয়ানএয়ার এর আগে বিশ্বব্যাপী ৫০ টিরও বেশি গন্তব্যে সেবা দেয়। এর প্রধান ঘাঁটি হল দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। দামেস্কের সামাজিক বীমা ভবনের পঞ্চম তলায় কোম্পানিটির প্রধান কার্যালয় রয়েছে।
আরও পড়ুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে সিরিয়ান এয়ার সম্পর্কিত মিডিয়া দেখুন।