সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্য হলো ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য।[১]
ইতিহাস
১৮.৫৩ বর্গকিলোমিটার (৭.১৫ মা২) এলাকা নিয়ে ১৯৮৭ সালে সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্য ঘোষণা করা হয়।[২]
বন্যপ্রাণী
সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যে বিভিন্ন ধরনের মাংসাশী প্রাণী, বানর, সরীসৃপ ও প্রায় ১৫০ প্রজাতির পাখি রয়েছে। অভয়ারণ্যের উল্লেখযোগ্য প্রাইমেটজাতীয় প্রাণী হলো লাল বানর, উল্টোলেজি বানর, মুখপোড়া হনুমান ও চশমাপরা হনুমান ইত্যাদি। অভয়ারণ্যটি একইসাথে একাডেমিক ও গবেষণা কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। অভয়ারণ্যের ভিতরে বেশ কিছু হ্রদ রয়েছে। মার্চ ও এপ্রিল মাসে উষ্ণ গ্রীষ্মকাল ব্যতীত সারাবছর আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ থাকে।[৩]
আরও দেখুন
তথ্যসূত্র
টেমপ্লেট:ভারতের সংরক্ষিত এলাকা